শুভব্রত মুখার্জি: মহিলাদের বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ব্রাজিলের মার্তা। নিউজিল্যান্ডে চলতি মহিলা বিশ্বকাপের ট্রফি জিতেই ফুটবল থেকে অবসর নেওয়ার স্বপ্নকে বুকের মধ্যে লালন পালন করেছিলেন তিনি। সেকথার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। তবে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। বিশ্বকাপ জয় এবার আর সম্ভব হল না ব্রাজিলের মহিলা ফুটবল দলের। রাউন্ড অফ ১৬'তে যাওয়ার লড়াইতে জামাইকার সঙ্গে ড্র করে ছিটকে যেতে হল তাদের।
আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে কেঁদে ফেলেছিলেন মার্তা। বিশ্বকাপের শিরোপা জয়ের নিজের স্বপ্ন নিয়ে তাঁর মনে জেগেছিল কোন প্রশ্ন? পারিপার্শ্বিক পরিবেশ সেরকম ইঙ্গিত খানিকটা হলেও দিচ্ছিল। আর এদিন বাস্তবে হলও তাই। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল ব্রাজিলকে।
এদিন ম্যাচের ৮১তম মিনিটে বদলি হিসেবে উঠে যাওয়ার পর ডাগআউট থেকেই চিৎকার করে দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করতেও দেখা যায় মার্তাকে। ৭৩ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণে গিয়ে ১৮টি প্রচেষ্টার একটিতেও গোল করতে পারল না ব্রাজিল। ফলস্বরূপ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হল ব্রাজিলকে। শেষ পর্যন্ত সর্বকালের সেরা ফুটবলারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শূন্য হাতেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল ব্রাজিল। ২০০৭ সালে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। বিশ্বকাপে মার্তার সেরা অর্জন এটাই।
আরও পড়ুন:- ইশান নাকি স্যামসন? আলোচনায় ইতি, বিশ্বকাপে চোখ রেখে কিপিং প্র্যাক্টিস শুরু রাহুলের- ভিডিয়ো
দল ছিটকে যাওয়ার পর উঠে গিয়ে সতীর্থদের সান্ত্বনাও দিলেন। শেষ পর্যন্ত আটকে রাখতে পারলেন না নিজের চোখের জলও। ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপ থেকে ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্যারিবিয়ান এই দেশটি। পরের পর্বে যেতে হলে জিততেই হতো, এমন আবহে জামাইকার সঙ্গে ড্র করল ব্রাজিল। বাঁচা-মরার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেও বাজিমাত করতে পারল না ব্রাজিলের মেয়েরা।
আরও পড়ুন:- চার-ছক্কার শেষ নেই, বল হাওয়ায় উড়ল সারাক্ষণ, T10 ক্রিকেটে মাত্র ২৬ বলে ৮৫ রানের ধ্বংসাত্মক ইনিংস আরিফের- ভিডিয়ো
দিনের অপর ম্যাচে ফ্রান্স হারালো পানামাকে। শুরুতেই চমকে দেয় পানামা। মার্তা কক্সের গোলে ২ মিনিটের মাথায় এগিয়ে যায় পানামা। এরপরেই আক্রমণাত্মক খেলা শুরু করে ফ্রান্স। তাদের আক্রমণের তোপে ৩৭ মিনিটের মধ্যে তিন গোল খায় পানামা। ২১ মিনিটে মায়েলে লাকারে, ২৮ ও ৩৭ মিনিটে জোড়া গোল করেন কাদিদিয়াতু দিয়ানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৪-১ করেন লা গারেস। বিরতির পর ৫২ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গোলে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন দিয়ানি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে একটি শোধ করে পানামা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।