শুক্রবার সন্ধেয় জার্সি ছুড়ে বিতর্কে জড়িয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার অঙ্কিত মুখোপাধ্যায়। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের ১৬ মিনিটে অঙ্কিতকে তুলে নেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর পরিবর্তে নামান মহম্মদ রাকিবকে। খেলা শুরু হওয়ার পর পরই তাঁকে কেন তুলে নিলেন কনস্ট্যান্টাইন, সেটা কারও বোধগম্য হয়নি। অঙ্কিত নিজেও ভাবেননি বোধহয় তাঁকে নামানোর পর পরেই তুলে নেওয়া হবে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই খুশি ছিলেন না অঙ্কিত। এরপরে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। জার্সি খুলে ছুড়ে ফেলেন বঙ্গতনয়। সেই ঘটনার ভিডিয়ো সরাসরি ধরা পড়ে ক্যামেরায় এবং তারপরে সেটি টিভির পর্দায় ভেসে ওঠে।
আরও পড়ুন… ঝামেলা লেগেছিল বিরাট-রোহিতের মধ্যে, কষে ধমক দেন রবি শাস্ত্রী, ফাঁস হল পুরো ঘটনা
এরপরই রেগে যায় লাল-হলুদ সমর্থকদেরা। ক্লাবের জার্সিকে এভাবে অপমানিত হতে দেখে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন লাল হলুদ সমর্থকেরা। কারণ এই জার্সির সঙ্গে মিশে রয়েছে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকের আবেগ। তারা অনেকেই যে এটিকে মায়ের সমান অপমানের সমান বলে মনে করেছেন। দলের জার্সিকে ওভাবে ছুড়তে দেখায় কেউই ভালো ভাবে ঘটনাকে মেনে নিতে পারেননি। এমনকি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও ম্যাচের পর অঙ্কিতের এ হেন আচরণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এমনকি ইস্টবেঙ্গলের অঙ্কিতের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন লাল-হলুদের ব্রিটিশ কোচ।
তবে এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের ফুটবলার অঙ্কিত মুখোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় নিজের ভুল স্বীকার করে নিয়েছেন অঙ্কিত। বাঙালি ডিফেন্ডার জার্সি ছোড়ার অপরাধে অনুতপ্ত। তিনি লেখেন, ‘আমার এই আচরণ অনেককেই আঘাত দিয়েছে। আমাকে তারা ভুল বুঝেছেন। আমি কখনও ক্লাবের সমর্থকদের অসম্মান করতে চাইনি। ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হয়, যে আঘাত পেয়েছিলাম, সেই কারণেই রেগে গিয়েছি। ওই মুহূর্তে রাগের সময় মাথা ঠিক ছিল না। তাই ওই কাজটা অনিচ্ছাকৃত করে ফেলেছি। এর মানে কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ রয়েছে বা তাদের বিষোদগার করেছি তা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের জন্যই আমি এতদূর পৌঁছেছি।’
আরও পড়ুন… ভারতের পিচ নিয়ে কটাক্ষ হিলির, পালটা জবাব দিলেন সচিনদের প্রাক্তন কোচ