কয়েক মাস আগে পর্যন্ত ইংল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৪০০-এর কমে স্কোর ঘোষণা করার কথা ভাবেওনি। কিন্তু ইদানীং সেই কাজটাই করছে ব্রিটিশ টিম। ব্যাজবলের এমনই প্রভাব, তারা শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংস ৩৯৩ রানেই ডিক্লেয়ার করে দেয়। ইংল্যান্ড ৮ উইকে হারিয়ে এই স্কোর করেছিল। ২ উইকেট হাতে ছিল। ৪০০ রানে পৌঁছতে দরকার ছিল আর মাত্র ৭ রান। কিন্তু সকলকে অবাক করেই ৩৯৩ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস।
তবে এবারই প্রথম নয়। এই বছরের শুরুর দিকেই নিউজিল্যন্ডের বিরুদ্ধে টেস্টে একই কাজ করেছিল ইংল্যান্ড। ফেব্রুয়ারি মাসে কিউয়িদের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংস তারা ৩২৫ রানে ডিক্লেয়ার করে দিয়েছিল। তখনও ১ উইকেট হাতে ছিল ইংল্যান্ডের। একই ঘটনার পুনারাবৃত্তি ঘটল অ্যাশেজেও। এদিন অজিদের বিরুদ্ধে ক্রিজে তখন লড়াই করছিলেন জো রুটের মতো সেট হয়ে যাওয়া ব্যাটার, যিনি টেস্ট ক্যারিয়ারের ৩০তম শতরান করে ফেলেছিলেন। যোগ্য সঙ্গী হিসেবে নির্ভরতা দিচ্ছিলেন অলি রবিনসনও। তবু ইনিংস টেনে লম্বা করতে চাননি স্টোকস। ব্যাজবলের আকর্ষণ বোধহয় এখানেই।
আরও পড়ুন: স্ত্রীকেও জানিয়ে দিয়েছিলাম, অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজই হয়তো শেষ হতে চলেছে- কেন এমন ভেবেছিলেন অশ্বিন?
ইংল্যান্ড ব্য়াটারদের স্কোর দেখলেই বোঝা যাবে, কেউই টেস্ট ক্রিকেটের ছকে খেলেননি। ওডিআই ক্রিকেটের মতোই নির্ভীক ভাবে ব্যাট চালিয়েছেন। টেস্টেও ইংল্যান্ডের এই ভয়ডরহীন ঝোড়ো মানসিকতার ক্রিকেট দর্শন বিপ্লব ঘটিয়েছে লাল-বলে। অজিদের বিরদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ইংল্যান্ড। জ্যাক ক্রোলির ৭৩ বলে ৬১ রান দিয়ে শুরু। বেন ডাকেট ১২ করে আউট হলেও, সেই রান তিনি করেছেন মাত্র ১০ বলে। অলি পোপ আবার ৪৪ বলে ৩১ রান করেছেন। জো রুটও নিজেকে পুরো পাল্টে রাঙিয়ে নিয়েছেন ইংল্যান্ডের বর্তমান স্টাইলের সঙ্গে। যিনি একটা সময়ে টেস্টে ক্রিকেটের নিয়ম মেনে ধরে ধরে খেলতেন, লম্বা সময়ে উইকেটে টিকে থাকতেন, সেই তারকাই এখন অবলীলায় চার- ছয় হাঁকাচ্ছেন।
ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে নাথান লিয়নকে দু'টি ছক্কা হাঁকিয়েছেন রুট। অলি পোপ একটি চার হাঁকিয়েছেন। সঙ্গে খুচরো রান আছে। এই ৭৮তম ওভারে টি-টোয়েন্টির ঢঙে খেলে ২০ রান নিয়েছে ইংল্যান্ড। আর জো রুট সাতটি চার এবং চারটি ছয়ের হাত ধরে ১৫২ বলে ১১৮ রানে অপরাজিত থেকেছেন। অলি পোপ আবার ৩১ বলে অপরাজিত ১৭ করে অপরাজিত থেকেছেন।
আরও পড়ুন: আফগানদের ৬৬২ রানের লক্ষ্য দিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নয়া অধ্যায় রচনা করল বাংলাদেশ
এ ছাড়াও ৩৭ বলে ৩২ করেছেন হ্যারি ব্রুক। জনি বেয়ারস্টো ১২টি চারের হাত ধরে ৭৮ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। ১৭ বলে ১৮ করেছেন মইন আলি। ২১ বলে ১৬ রান করেছেন স্টুয়ার্ড ব্রড। ব্যাট হাতে এদিন সবচেয়ে ব্যর্থ হয়েছেন অধিনায়ক বেন স্টোকস নিজে। ৮ বলে ১ করেছেন তিনি। বাকিরা যাই রান করুন না কেন, ইংল্যান্ডের ব্যাজবলের দর্শন মেনেই চলেছেন। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার নাথান লিয়ন। ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। ক্যামেরন গ্রিন নিয়েছেন ১ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।