বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলছে এর সঙ্গে ক্রিকেটের উত্তেজনার পারদও চড়ছে। প্রতিটি ম্যাচের সঙ্গেই দেখা যাচ্ছে বিস্ময়কর বা বিতর্কিত কিছু। ৯ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে পাকিস্তানের দুই খেলোয়াড়ের লড়াই শিরোনামে উঠে এল। দুই পাকিস্তানি খেলোয়াড়ের লড়াই মানে বাংলাদেশের বাইশ গজে দেখা গেল দুই ব্যাটের দুরন্ত সেঞ্চুরির লড়াই।
আরও পড়ুন… ভিডিয়ো: রোহিত শর্মাকে দেখেই কেঁদে ফেলল খুদে ভক্ত, দেখুন হিটম্যানের প্রতিক্রিয়া
ম্যাচটি ছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগের ৬ নম্বর ম্যাচ, যেটি খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে খেলা হয়েছিল। পাকিস্তানি খেলোয়াড় আজম খান খেলছিলেন খুলনা টাইগার্সের পক্ষ থেকে এবং উসমান খান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নেমেছিলেন। এই ম্যাচে পাকিস্তানের এই দুই খেলোয়াড়ই সেঞ্চুরি করলেন। ম্যাচের ফয়সালাও হয়েছিল তাদের মধ্যে ব্যাটের লড়াইয়ের মাধ্যমে। প্রথমে ব্যাট করে খুলনা টাইগার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭৮ রান তুলে ছিল। এই ইনিংসে একাই ১০৯ রান করেছিলেন পাকিস্তানের খেলোয়াড় আজম খান। তিনি মাত্র ৫৮ বলে এই ম্যাচের এই গল্পটি লিখেছেন। নিজের এ দিনের ইনিংসে তিনি মেরেছিলেন ৯টি চার ও ৮টি ছক্কা। এদিন ছক্কা মেরেই নিজের শতরান পূর্ণ করেছিলেন আজম খান।
আরও পড়ুন… অধরা থাকল টানা ২ বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন,আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লরিস
অন্যদিকে আজম খানের নকিং সেঞ্চুরির সুবাদে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৭৯ রানের লক্ষ্য খুব সহজেই ছুঁয়ে ফেলে। ১৯.২ ওভারে নিজেদের লক্ষ্য অর্জন করে চট্টগ্রাম। বিস্ফোরক সেঞ্চুরি করা পাকিস্তানি খেলোয়াড় উসমান খান চট্টগ্রাম চ্যালেঞ্জের হয়ে এই ঝোড়ো ইনিংস খেলে জয়ের নায়ক হয়েছিলেন। উসমানও ৫৮ বল মোকাবেলা করে ১০৩ রান করেন। এ সময় তিনি মারেন ১০টি চার ও ৫টি ছক্কা। উত্তেজনাপূর্ণ ম্যাচে উসনাও ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।