শুভব্রত মুখার্জি: অলিম্পিক, কমনওয়েলথ বা এশিয়ান গেমসের মঞ্চে দেশকে পদক এনে দেওয়া যে কত বড় কৃতিত্বের তা কারও অজানা নয়। গোটা বিশ্বের সামনে নিজের দেশকে সম্মানিত করার মর্যাদাই আলাদা। তার উপর যদি এমন একটি খেলাতে আপনি দেশকে সম্মান এনে দেন যে খেলার সেরকম ইতিহাস আপনার দেশে নেই তার কৃতিত্বই আলাদা। এমনটাই সম্প্রতি করে দেখিয়েছেন কমনওয়েলথ গেমসে ভারতের লন বোলস দল। মেয়েদের লন বোলস দল সোনা পাওয়ার পরে ছেলেদের দল 'মেন্স ফোর' ফাইনালে হেরে গিয়ে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। দলের অন্যতম সদস্য নভনীত সিং দেশকে রুপো এনে দিতে গিয়ে মিস করে ফেলেছিলেন এয়ার ইন্ডিয়াতে চাকরির পরীক্ষা। সেকথা সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন তিনি। তার প্রত্যুত্তরে টুইট করে এয়ার ইন্ডিয়ার তরফে নভনীতকে জানিয়ে দেওয়া হয়েছে চিন্তার কোন কারণ নেই। তিনি সামনের মাসেও তার পরীক্ষা দিতে পারেন।
আরও পড়ুন: PSG: লিগা ১-এর ম্যাচে মেসি-নেইমারের গোলে বড় জয় পিএসজির
এয়ার ইন্ডিয়ার তরফে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে নভনীতকে বিষয়টি জানানো হয়েছে। নভনীতের সেই সাক্ষাৎকারের একটি স্ক্রিনশট দিয়ে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে 'কমনওয়েলথ গেমস ২০২২'-এ রুপো জয়ের জন্য অভিনন্দন নভনীত। আমরা তোমাকে এটা খুশির সঙ্গে জানাচ্ছি যে তুমি সামনের মাসেও পরীক্ষাতে বসতে পারবে। এই বিষয়ে একটি কমিউনিকেশন আমাদের তরফে তোমাকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। তোমার জন্য শুভেচ্ছা রইল। দেশের পতাকাকে সবসময় উঁচুতে উড়তে সাহায্য কর।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।