২০২৫ সালটা নোভাক জকোভিচ যেমন চেয়েছিলেন, সেরকম একেবারেই যাচ্ছে না। বারবার গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল পর্যন্ত গিয়ে হেরে যেতে হচ্ছে তাঁকে। অধিকাংশ ক্ষেত্রেই হারতে হচ্ছে জ্যানিক সিনার, কার্লোস আলকারাজের কাছে। অর্থাৎ এখনও তিনি এই প্রজন্মের অনেক তরুণ টেনিস খেলোয়াড়কে হেলায় হারাতে পারলেও, সিনার-আলকারাজের বাধা টপকাতে পারছেন না। সামনেই রয়েছে ইউএস ওপেন। আর টেনিস কিংবদন্তি জিমি কোনরস মনে করছেন, জকোভিচের বয়স বাড়ছে বলেই যদি আলকারাজ-সিনাররা তাঁকে হাল্কাভাবে নেওয়া শুরু করে তাহলে সেটা মস্ত বড় ভুল হবে।
মেলবোর্নে অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে ম্যাচের সময় চোটের জন্য জোকারকে সরে দাঁড়াতে হয়েছিল। এরপর ফরাসি ওপেন এবং উইম্বলডনে তিনি সেমিতে হেরে যান। সেই নিয়ে কথা বলতে গিয়েই কোনরস বলছেন, ‘আমি এখনই ইউএস ওপেন থেকে জোকারকে সরিয়ে রাখছি না। কারণ এই ধরণের খেলোয়াড়ের যে বুকের পাটা রয়েছে সেটা সকলেরই জানা, তাই যখন তখন সাহস দেখিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয়, উইম্বলডন জিতলে ও যেতটা খুশি হত, তার থেকে অনেক বেশি আহত হয়েছে সেমিফাইনালে ওরকম স্ট্রেট সেটে হারে। এই ধরণের হারে অভ্যস্ত নন জকোভিচ। তাই আমার মনে হয় ইউএস ওপেনে কলার তুলে খেলার মতো করেই ও প্রত্যাবর্তন করতে চলেছে। যেটা অনেককে হয়ত অবাকও করতে পারে ’।
অনেকেই মনে করেছিল ২০২৫ সালটাই হয়ত জোকারের শেষ বছর হতে পারে আন্তর্জাতিক টেনিসে,যদিও তিনি জানিয়েছেন আগামী বছরও ফিরবেন উইম্বলডনে। যদিও জকোভিচের ঘনিষ্ঠ বন্ধু নিক কিরগিওস মনে করেন, খুব বেশিদিন আর খেলা চালাবেন না জোকার। নিক বলছেন, ‘আমার মনে হয় ও তাড়াতাড়ি খেলা ছাড়বে। আমি ওকে ইন্ডিয়ান ওয়েলসের সময়ও জিজ্ঞাসা করেছিলাম, যে তুমি এখানে খেলছ কেন? ও ওর পরিবার, সন্তানদেরও মিস করে খেলতে গেলে। তাই আমার মনে হয় না যে ও আরও ১ বছর খেলবে। ও অত্যন্ত পেশাদার খেলোয়াড়, তবে আমার যদি এমন পরিবার থাকত আমিও খেলতাম না ’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।