একদিকে পারথের বাইশগজ মানেই আগুনে পেস বোলিংয়ের কথা মাথায় আসে সবার আগে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। যদিও অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা দেখে সেই ছবিটা মেলানো মুশকিল।
টস জিতে শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেরকম দাপট দেখালেন, তাতে প্রথম দিনের পিচে ক্যারিবিয়ান বোলারদের এমন পারফর্ম্যান্স নিঃসন্দেহে হতাশ করবে ক্রিকেটপ্রেমীদের।
প্রথম দিনের শেষেই অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়ার ইঙ্গিত দেয়। আপাতত তারা ৯০ ওভার ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে ২৯৩ রান তুলেছে। দেড়শো রানের গণ্ডি টপকে অপরাজিত রয়েছেন মার্নাস ল্যাবুশান। তিনি ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭০ বলে ১৫৪ রান করে অপরাজিত থাকেন প্রথম দিনে।
তাঁর সঙ্গে নট-আউট থাকেন স্টিভ স্মিথ। তিনিও ইতিমধ্যেই ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে গিয়েছেন। স্মিথ ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ৫৯ রান করে ব্যাট করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।