ইতিহাস গড়েছে নেপালের ক্রিকেট দল (ছবি-এক্স) Nepal vs Mongolia- ৯ বলে ৫০! ৩৪ বলে ১০০! T20I তে ৩০০ রান! বহু রেকর্ড গড়ল নেপাল Updated: 27 Sep 2023, 09:34 AM IST লেখক Sanjib Halder চিনের এশিয়ান গেমস ২০২৩ এর প্রথম ম্যাচে ইতিহাস গড়েছে নেপালের ক্রিকেট দল। নেপাল দল ও দলের দুই খেলোয়াড় মিলে গড়েছেন মোট ৫টি বিশ্ব রেকর্ড। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোর করেছে নেপাল দল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম হাফ সেঞ্চুরিও করল তারা।
শুটিং এ জোড়া সাফল্য, সোনা জিতলেন সিফ্ট কৌর সামরা (ছবি-এক্স) Asian Games 2023 Live Updates: শুটিং এ ফের পদক জিতল ভারত, রুপো জিতলেন অনন্ত Updated: 27 Sep 2023, 01:24 PM IST India at Asian Games 2023 All Results And Medal Alerts: পঞ্চম সোনা জিতল ভারত। বুধবারের শুটিং থেকে পদক জেতা শুরু করে ভারত। মহিলাদের 50M 3P টিম ইভেন্টে ভারত রুপোর পদক জিতেছে। এখনও পর্যন্ত ভারত মোট ২২টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৭টি রুপো ও ১০টা ব্রোঞ্জ। এখন মনু ভাকেরের দিকে সকলের নজর।
জ্যোতি ইয়ারাজি। ছবি-টুইটার ইভেন্টে না নেমেও পদক জয় ইয়ারাজির! ভুয়ো খবরের ফাঁদে পা দিলেন গম্ভীরও Updated: 26 Sep 2023, 07:32 PM IST লেখক Prosenjit Chaki এশিয়ান গেমসে ১০০ মিটার হার্ডলসে সোনা জয় জ্যোতি ইয়ারাজির। এই খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে থাকে। পরে অবশ্য জানিয়ে দেওয়া হয় ভুয়ো খবর।
সোনা হাতে দক্ষিণ কোরিয়া এবং রুপো হাতে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সোনা হাতছাড়া, ছবি তুলতে অস্বীকার উত্তর কোরিয়ার Updated: 26 Sep 2023, 10:37 AM IST দুই দেশের সম্পর্কের আঁচ এসে পড়ল এশিয়ান গেমসেও। শুটিংয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হেরে সোনা হাতছাড়া হয় উত্তর কোরিয়ার। এক সঙ্গে গ্রুপ ফটো তুলতে অস্বীকার উত্তর কোরিয়ার।
সোনার পদক জয়ের মুহূর্ত (ছবি-IOA) এবার টার্গেট অলিম্পিক্স- এশিয়ান গেমসে জিতেই বললেন তিতাস-জেমিমারা Updated: 26 Sep 2023, 09:39 AM IST লেখক Sanjib Halder জেমিমা বলেন, ‘ভারতের পদক তালিকায় যোগ করার চেয়ে ভালো অনুভূতি আর নেই। বড় হয়ে আমি হকি খেলতাম, আমি সবসময় ভেবেছিলাম আমি একজন হকি খেলোয়াড় হিসাবে ভারতের হয়ে কমনওয়েলথ এবং অলিম্পিক্স খেলব। এখন আশা করছি অলিম্পিক্সে খেলব। অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ের চেয়ে ভালো অনুভূতি আর নেই।’
Equestrian Dressage সোনা জিতল ভারত Asian Games 2023 Live Updates: সোনা জিতল ভারত!!নেহার রুপো, ব্রোঞ্জ এবাদ, বিষ্ণুর Updated: 26 Sep 2023, 04:33 PM IST ২০২৩ এশিয়া গেমসের প্রথম দুই দিনে এখনও পর্যন্ত ১১টি পদক জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণ পদক, তিনটি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ পদক। তৃতীয় দিনে কোয়ার্টার ফাইনালে হেরে যান ভবানী দেবী। এখনও পর্যন্ত দিনের এক মাত্র পদক জিতলেন নেহা ঠাকুর। ইবাদ আলি জিতলেন ব্রোঞ্জ।
তিতাস সাধু সহ গোটা ভারতীয় দল। ছবি-এএফপি (AFP) কোনও উৎসব নয়, জন্মদিনের আগেই তিতাস দেশকে সোনা জেতালেও উচ্ছ্বাসে ভাসছেন না বাবা Updated: 25 Sep 2023, 06:53 PM IST লেখক Prosenjit Chaki দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছেন বাংলার তিতাস সাধু। কিন্তু তাঁর বাবা এই নিয়ে মেতে থাকতে চান না। মেয়েকে দিলেন উপদেশও।
ফাইনালে আগুন ঝরালেন তিতাস। ছবি- এএফপি। ২ ওভারেই গড়ে দিলেন ম্যাচের ভাগ্য, ডাবল উইকেট-মেডেনে তিতাস গড়লেন দুরন্ত নজির Updated: 25 Sep 2023, 04:04 PM IST লেখক Abhisake Koley India vs Sri Lanka Asian Games 2023 Women's Cricket Gold Medal Match: মাঠে উপস্থিত থেকে দীপ্তি শর্মা দেখলেন, রাজ্যদলের সতীর্থ কীভাবে ছিনিয়ে নিয়ে গেলেন তাঁর ব্যক্তিগত নজির।
সুনীল ছেত্রী। ছবি- টুইটার এয়ারপোর্টে ঘুমাতে হয়েছে,এশিয়াডের নক-আউটে উঠে সুনীলদের কুর্নিশ স্টিম্যাচের Updated: 25 Sep 2023, 02:33 PM IST লেখক Prosenjit Chaki বিমানবন্দরে ঘুমাতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। কোনও রকম প্রস্তুতি ছাড়াই নামতে হয়েছে। নকআউটে জায়গা করে নেওয়ার পর প্রশংসা স্টিম্যাচের।
রোয়িং চ্যাম্পিয়নের হাত। ছবি- টুইটার চারিদিকে গর্ত-গর্ত, উঠে গিয়েছে ছাল, ভাইরাল এশিয়াডে রোয়িং চ্যাম্পিয়নের হাতের ছবি Updated: 25 Sep 2023, 01:48 PM IST লেখক Prosenjit Chaki চারিদিকে শুরু গর্ত আর গর্ত। রোয়িং চ্যাম্পিয়নের হাতের ছাল উঠে গিয়েছে। এমন দৃশ্য দেশলে চমকে উঠতে বাধ্য। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে Asian Games 2023 দ্বিতীয় সোনা জিতল ভারত (ছবি-এক্স) IndW Vs SLW Asian Games 2023 Final Highlight: শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের সোনা জয় Updated: 25 Sep 2023, 11:12 AM IST নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত তুলল ১১৬ রান। শ্রীলঙ্কার সামনে ১১৭ রানের লক্ষ্য। হরমনরা শ্রীলঙ্কাকে ৯৭ রানের মধ্যে আটকে দেয়। তিতাস চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট নিলেন। এদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে Asian Games 2023 দ্বিতীয় সোনা জিতল ভারত।