Lionel Messi: সেমিফাইনালের আগেই মেসির ‘ফাইনাল’ অবসর নিয়ে বড় মন্তব্য আর্জেন্তিনার কোচের
Updated: 13 Dec 2022, 11:17 AM IST Abhijit Chowdhury 13 Dec 2022 fifa world cup, lionel messi, argentina, argentina vs croatia, fifa world cup semifinal, ফিফা বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ সেমিফাইনাল, লিওনেল মেসি, আর্জেন্তিনা, আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া২০২২ সালের বিশ্বকাপকে আধুনিক ফুটবলের দুই শ্রেষ্ঠ ফ... more
২০২২ সালের বিশ্বকাপকে আধুনিক ফুটবলের দুই শ্রেষ্ঠ ফুটবলারের ‘লাস্ট ডান্স’ বলে ধরা হচ্ছিল। ৩৭ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন। এরই সঙ্গে তাঁর অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে নিজের ‘লাস্ট ডান্স’ অব্যাহত রেখেছেন লিওনেল মেসি। কোয়ার্টারে ডাচদের হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্তিনা। সেই সেমিফাইনালের আগেই মেসির অবসর সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হলেন আর্জেন্তিনার কোচ।
পরবর্তী ফটো গ্যালারি