WB Weather Forecast on 15th February: বদলে গেল পূর্বাভাস, বাংলার কোথায় হবে বৃষ্টি? ফের কলকাতায় নামবে পারদ?
Updated: 14 Feb 2024, 03:48 PM IST Abhijit Chowdhury 14 Feb 2024 rain forecast, rain forecast in kolkata, rain forecast in west bengal, rain forecast in south bengal, kolkata weather today, kolkata temperature, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়া, কলকাতার তাপমাত্রা, শীতকাল, বসন্ত, rainfall, weather, weather forecast, বৃষ্টি, বৃষ্টিপাত, আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাসগতকালকের পূর্বাভাসে দাবি করা হয়েছিল, সরস্বতীপুজো তথা ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিনে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এরই সঙ্গে ১৫ ফেব্রুয়ারিও বৃষ্টি জারি থাকবে সব জেলায়। পরে ১৬ তারিখ থেকে আবহাওয়া শুষ্ক হবে। তবে পূর্বাভাস বদলে গেল। এই আবহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
পরবর্তী ফটো গ্যালারি