Vodfone-Idea Future: এজিআর বকেয়া বাবদ দিতে হবে ৭০৩২০ কোটি! এরই মাঝে VI নিয়ে বড় বার্তা বিড়লার Updated: 19 Oct 2024, 02:27 PM IST Abhijit Chowdhury এজিআর বকেয়া বাবদ দিতে হবে ৭০,৩২০ কোটি। তবে ধুকতে থাকা ভোডাফোন-আইডিয়াকে নিয়ে এবার বড় বার্তা দিলেন সংস্থার শীর্ষ কর্তা কুমার মঙ্গলম বিড়লা। আগামী ৬ মাসে সংস্থার ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা প্রকাশ্যে আনার কথা বলেন তিনি।