ব়্যাট হোল মাইনর্সদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দিচ্ছে উত্তরাখণ্ড রাজ্যসরকার। এটি ওই কর্মীদের কাজের প্রশংসাস্বরূপ অর্থ প্রদান। তবে ব়্যাট হোল মাইনর্সদের টিমের প্রধান বকিল হাসান বলছেন, ‘এটি একটি মরিয়া পরিস্থিতি ছিল. মেশিনগুলো যখন আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়, তখন আমরা পৌঁছেছিলাম।