Update on 41 workers in Uttarkashi Tunnel: 'শুনেছি ওঁরা ক্রিকেট খেলছে', টানেল বন্দি শ্রমিকদের নিয়ে আপডেট দিলেন আর্নল্ড
Updated: 28 Nov 2023, 01:13 PM IST Abhijit Chowdhury 28 Nov 2023 uttarkashi, uttarkashi rescue update, uttarkashi tunnel, uttarkashi tunnel collapse, uttarkashi tunnel disaster, uttarakhand, uttarakhand tunnel rescue update, uttarakhand workers rescue operation, uttarakhand rescue operation, arnold dix, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের টানেল ধস, উত্তরকাশী টানেল উদ্ধারকাজ, আর্নল্ড ডিক্সউত্তরকাশীর টানেলে ধস নামার পর আজকে ১৭তম দিন। বারবার বাধা পড়লেও সোমবার থেকে নির্বিঘ্নে এগিয়েছে উদ্ধারকাজ। দুই পদ্ধতিতে আপাতত খোঁড়াখুঁড়ি চলছে। আর এই দুই প্রক্রিয়াই ভালো ভাবে এগোচ্ছে বলে জানালেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। পাশাপাশি আটকে থাকা শ্রমিকদের নিয়েও আপডেট দিলেন তিনি।
পরবর্তী ফটো গ্যালারি