4 state Assembly Election Result Updates: হিন্দি বলয়ে বিজেপির 'প্রত্যাবর্তনের আভাস', তেলাঙ্গানায় 'পুনর্জন্ম' কংগ্রেসের Updated: 03 Dec 2023, 09:31 AM IST Abhijit Chowdhury প্রাথমিক ট্রেন্ড মতে হিন্দি বলয়ের যে তিনটি রাজ্যের ভোট গণনা আজ চলছে, তার মধ্যে সবকটিতেই জিততে পারে বিজেপি। এদিকে দক্ষিণের তেলাঙ্গানায় কংগ্রেস দখল করতে পারে মসনদ।