PM Narendra Modi on 5G Service in India: 5G পরিষেবা নিয়ে বড় ঘোষণা মোদীর, স্বাধীনতার ৭৫-এ উঠল ‘জয় অনুসন্ধান’ স্লোগান
Updated: 15 Aug 2022, 02:17 PM IST Abhijit Chowdhury 15 Aug 2022 5g services, narendra modi, 75 years of independence, indian independence day 2022, ৫জি সার্ভিস, নরেন্দ্র মোদীশীঘ্রই ভারতে শুরু হতে চলেছে 5G মোবাইল পরিষেবা। সোমবার স্বাধীনতা দিবসের ভাষণে এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'মেড-ইন-ইন্ডিয়া' প্রযুক্তি নতুন ভারতের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভারতের ডিজিটাল প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে সংস্কার আনবে।’ পাশাপাশি এদিন লাল বাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান, জয় কিষাণে’র মন্ত্রে প্রধানমন্ত্রী মোদী ‘জয় অনুসন্ধান’ স্লোগানও তোলেন।
পরবর্তী ফটো গ্যালারি