Modi and USA on Moscow Terrorist attack: 'পাশে আছি', বার্তা মোদীর, মস্কো হামলা নিয়ে রাশিয়াকে নাকি আগেই সতর্ক করেছিল USA Updated: 23 Mar 2024, 08:20 AM IST Abhijit Chowdhury মস্কোয় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর ভয়াবহ হামলা নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কঠিন সময়ে ভারত রাশিয়ার পাশে আছে বলে জানান মোদী। এদিকে রিপোর্টে দাবি করা হল, এই ধরনের হামলা যে হতে পারে, তা নিয়ে আগেই রাশিয়াকে সতর্ক করেছিল আমেরিকা।