NEW Pay Commission Latest Update: 'সুখবর' পাওয়ার কথা ছিল নভেম্বরেই, ডিসেম্বরে কি সরকারি কর্মীদের মুখে ফুটবে হাসি? Updated: 05 Dec 2024, 02:07 PM IST Abhijit Chowdhury নভেম্বরই বৈঠকে বসার কছা ছিল ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির। অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে স্পষ্ট ধারণা পেতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেই বৈঠক হয়নি গত মাসে।