LPG Cylinder Price: জুলাইয়ের শুরুতেই প্রকাশিত LPG-র নয়া রেট, একধাক্কায় ১৯৮ টাকা সস্তা রান্নার গ্যাসের সিলিন্ডার! Updated: 01 Jul 2022, 08:16 AM IST Abhijit Chowdhury LPG Cylinder Price: জুলাইয়ের শুরুতেই বড় ঘোষণা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার। এক ধাক্কায় অনেকটা দাম কমানো হল রান্নার গ্যাস সিলিন্ডারের। দিল্লি, কলকাতা সহ সব মেট্রো শহরেই এই নয়া দাম প্রযোজ্য হবে। একনজরে দেখে নিন নয়া এলপিজি রেট।