Lewis Hamilton: চোখের জলে শেষ হল মার্সেডিজ-হ্যামিল্টন অধ্যায়, এবার অপেক্ষা ফেরারির হয়ে নামার Updated: 09 Dec 2024, 02:33 PM IST Subhajit Guha Roy শেষ হয়ে গেল মার্সেডিজ-হ্যামিল্টন অধ্যায়। রবিবার শেষবারের মতো আবু ধাবি গ্র্যান্ড প্রিক্সে পুরোনো দলের হয়ে রেস করলেন তিনি। পরের মরশুমে ফেরারি চালাতে দেখা যাবে তাঁকে।