Latest Update on Rainfall in Bengal: মোখা বিদায় নিলেই ১৭ মে থেকে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, জানাল হাওয়া অফিস
Updated: 14 May 2023, 12:35 PM IST Abhijit Chowdhury 14 May 2023 rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in north 24 parganas, rain forecast in south 24 parganas, kolkata weather today, west bengal weather, rain in south bengal, rain in north bengal, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসঘূর্ণিঝড় মোখা পড়শি দেশে তাণ্ডব চালাচ্ছে। তবে তাতে স্বস্তির বৃষ্টির দেখা পাননি কলকাতাবাসী। বরং বাড়ছে গরম। দক্ষিণের কয়েক রাজ্যে তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। যদিও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। শীঘ্রই দক্ষিণবঙ্গে শুরু হবে ঝড়বৃষ্টি।
পরবর্তী ফটো গ্যালারি