Income tax Rule change in Budget: 'আয়কর ফাঁকির উপায়' বন্ধ হল বাজেটে, জেনে মাথায় হাত পড়তে পারে অনেকের Updated: 24 Jul 2024, 08:32 AM IST Abhijit Chowdhury আয়কর বাঁচাতে অনেক বাড়ি ভাড়া দেওয়া মালিকও আইনের 'ফাঁক' ব্যবহার করতেন এতদিন। তবে নয়া অর্থবর্ষ থেকে সেই 'ফাঁক' বন্ধ করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।