ICC World Cup 2023 Points Table: অজিরা 'লাস্ট', বাংলাদেশের উপরে আফগানরা! ইংরেজদের হারের পর কী হাল পয়েন্ট তালিকার? Updated: 15 Oct 2023, 10:36 PM IST Ayan Das ‘সুপার সানডে’-তে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিল আফগানিস্তান। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংরেজদের ৬৯ রানে পরাজিত করেন আফগানরা। সেই ম্যাচের পর বিশ্বকাপের পয়েন্ট তালিকার অনেকটা হেরফের হল। আপাতত কোন দল কত নম্বরে আছে, তা দেখে নিন।