Coffee Drinking Benefits: সকাল সন্ধ্যে কি কফি ছাড়া চলে না? বাড়বে আয়ু, পাবেন বহু উপকার Updated: 05 Jun 2022, 01:20 PM IST Sritama Mitra গবেষণায় ১২০,০০০ জনের উপর করা হয়। যাঁরা গত ৭ বছর ধরে চিনি দিয়ে বা চিনি না দিয়ে কফি পান করে এসেছেন। আর গবেষণা বহু বছর চালানোর পর দেখা গিয়েছে, যাঁরা দিনে ১.৫ থেকে ৩.৫ কাপ কফি পান করেন তাঁদের মৃত্যুর ঝুঁকি অনেক কম।