স্পাইসজেটের ৯০ জন পাইলটকে বোয়িং 737 ম্যাক্স ওড়াতে নিষেধাজ্ঞা DGCA-এর Updated: 14 Apr 2022, 10:30 AM IST Soumick Majumdar স্পাইসজেটের ৯০ জন পাইলটকে বোয়িং 737 ম্যাক্স বিমান নিয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। তা না হওয়া পর্যন্ত, তাঁদের বিমানটি চালাতে নিষেধ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।