PM Modi on sleeping habit: 'বিছানায় ওঠার ৩০ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়ি', পড়ুয়াদের বিশেষ পরামর্শ মোদীর Updated: 30 Jan 2024, 12:59 PM IST Ayan Das দেশের বিভিন্ন প্রান্তের বোর্ড পরীক্ষার আগে ‘পরীক্ষা পে চর্চা’-র সপ্তম সংস্করণ আয়োজিত হল। চলতি বছর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাইগভ পোর্টালে ২.২৬ কোটির মতো রেজিস্ট্রেশন হয়েছিল। প্রতিটি রাজ্য থেকে দু'জন পড়ুয়া ও একজন শিক্ষক যোগ দেন।