'বঙ্গভঙ্গ স্বাক্ষরের ঐতিহাসিক চেয়ার', রোষের মুখে টুইট ডিলিট রাজ্যপালের
Updated: 01 Jan 2020, 10:19 AM IST Ayan Das 01 Jan 2020 West Bengal governor Jagdeep Dhankar, Jagdeep Dhankar, Jagdeep Dhankar's tweet on Bengal partition, বঙ্গভঙ্গ প্রস্তাব স্বাক্ষর, বঙ্গভঙ্গ স্বাক্ষর, বঙ্গভঙ্গ, Partition of Bengal, BJP, RSS, Sangh, Governor faces backlash for tweet on Bengal partition, বঙ্গভঙ্গ নিয়ে রাজ্যপালের টুইট, History of Bengal Partition, Bengal divided in 1905, movement against British raj, India's freedom movement, ভারতের স্বাধীনতা আন্দোলন, Lord Curzonএকটি টুইট। তাকে ঘিরেই ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল... more
একটি টুইট। তাকে ঘিরেই ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ সকালে একটি টুইটে ধনখড় লেখেন, 'রাজভবনের লাইব্রেরির ঐতিহাসিক টেবিলে বসে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নববর্ষের বার্তা লিখছি, যে টেবিলে বসে ১৯০৫ সালে লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গে স্বাক্ষর করেছিলেন।' সেই টুইটের পর ব্যাপক রোষের মুখে পড়েন রাজ্যপাল। কেউ বলেন, যে ব্যক্তি বঙ্গভঙ্গ নিয়ে বাংলার দুঃখ-যন্ত্রণা জানেন না, তাঁর রাজ্যের সাংবিধানিক পদে বসার অধিকার নেই। কেউ বলেন, সাভারকর নন, কার্জন হল তাঁর প্রথম গুরু। একনজরে দেখে নিন রাজ্যপালের টুইট নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া -
পরবর্তী ফটো গ্যালারি