প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসা নিয়ন্ত্রণ মার্কিন সংস্থাগুলিকে গুরুত্বপূর্ণ কাজ ভারতের দিকে সরিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করছে। অর্থনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এতে ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি)-এর বিকাশ আরও দ্রুত হবে। কেন্দ্রগুলি অর্থনীতি থেকে শুরু করে গবেষণা, উন্নয়ন-সহ নানা কাজ করে থাকে।
বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতে ১ হাজার ৭০০টি জিসিসি রয়েছে। এটি বিশ্বের মোট জিসিসির অর্ধেকের বেশি। শুরুর দিকে এগুলি প্রযুক্তিগত সহায়তা দিয়ে এলেও বর্তমানে বিলাসবহুল গাড়ির ড্যাশবোর্ডের নকশা থেকে ওষুধ আবিষ্কার পর্যন্ত উচ্চমূল্যের উদ্ভাবনী কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও ভিসা-সংক্রান্ত সীমাবদ্ধতা ক্রমে বাড়তে থাকার মতো প্রবণতা মার্কিন সংস্থাগুলিকে নিজেদের শ্রম কৌশল পুনর্বিবেচনায় বাধ্য করছে। পাশাপাশি ভারতের জিসিসিগুলি এখন বৈশ্বিক দক্ষতা আর দেশীয় দক্ষ নেতৃত্ব একত্র করে স্থিতিশীল কেন্দ্র হিসেবে উঠে আসছে। ডেলয়েট ইন্ডিয়ার অংশীদার ও জিসিসি ক্ষেত্রের নেতা রোহান লোবো বলেন, ‘জিসিসিগুলি এ সময়ের জন্য একেবারে উপযুক্ত। এগুলি সংস্থাগুলির জন্য অভ্যন্তরীণ ইঞ্জিনের মতো।’ রোহান আরও জানান, তিনি এমন কয়েকটি মার্কিন সংস্থার কথা জানেন, যেগুলি তাদের জনশক্তির চাহিদা পুনর্মূল্যায়ন করছে।
আরও পড়ুন-১২,০০০ নয়, ৩০ হাজারেরও বেশি ছাঁটাই! অনিশ্চয়তা-উদ্বেগে সময় পার TCS কর্মীদের
তিনি জানান, পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এ বক্তব্যের মধ্য দিয়ে আর্থিক সেবা ও প্রযুক্তি ক্ষেত্রে আরও বড় পরিসরে তৎপরতা শুরুর দিকেই ইঙ্গিত করেছেন তিনি। বিশেষ করে ফেডারেল চুক্তি সংশ্লিষ্ট মার্কিন সংস্থাগুলির মধ্যে কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। তিনি আশাবাদী, ভবিষ্যতে জিসিসিগুলি আরও কৌশলগত ও উদ্ভাবন নির্ভর দায়িত্ব নেবে। চলতি মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এইচ-১বি ভিসার আবেদন ফি ২ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলারের পরিবর্তে ১ লক্ষ মার্কিন ডলার করেছেন। এতে দক্ষ বিদেশি কর্মীর উপর নির্ভরশীল মার্কিন সংস্থাগুলির চাপ বেড়েছে। সোমবার মার্কিন সিনেটররা আবারও একটি বিল উত্থাপন করেছেন, যেখানে এইচ-১বি ও এল-১ কর্মী ভিসা কর্মসূচির নিয়ম আরও কঠোর করার প্রস্তাব রয়েছে। তাঁরা বলছেন, বড় নিয়োগকর্তারা ভিসা নিয়ম-কানুনের ফাঁকফোকরের সুযোগের অপব্যবহার করছে।
আরও পড়ুন-১২,০০০ নয়, ৩০ হাজারেরও বেশি ছাঁটাই! অনিশ্চয়তা-উদ্বেগে সময় পার TCS কর্মীদের