বাংলা নিউজ > ঘরে বাইরে > Tribals Death: চোর সন্দেহে গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটির’ কাছে দুই আদিবাসীকে পিটিয়ে হত্যা
পরবর্তী খবর
Tribals Death: চোর সন্দেহে গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটির’ কাছে দুই আদিবাসীকে পিটিয়ে হত্যা
1 মিনিটে পড়ুন Updated: 09 Aug 2024, 06:31 AM ISTSritama Mitra
গত ৬ অগস্ট গুজরাটে এই দুই আদিবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ৬ নির্মাণ কর্মীর এক গোষ্ঠী মিলে ওই ২ জনকে মারধর করে। খবর, সঞ্জয়কে বেঁধে মারধর করা হয়।
গুজরাটের স্ট্যাচু অফ লিবার্টির কাছে দুই আদিবাসীকে পিটিয়ে খুন।
এক ভয়াবহ গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য বিজেপি শাসিত গুজরাটে। সেখানে নর্মদা জেলার কেওড়িয়ায় ‘স্ট্যাচু অফ ইউনিটি’র কাছেই রয়েছে ‘আদিবাসী সংগ্রহশালা’। সেই সংগ্রহশালায় চুরির সন্দেহে দুই আদিবাসী যুবককে ৬ জন মিলে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। মৃতরা জয়েশ তেওড়ি ও সঞ্জয় তেওড়ি বলে জানা গিয়েছে।
গত ৬ অগস্ট গুজরাটে এই দুই আদিবাসীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ৬ নির্মাণ কর্মীর এক গোষ্ঠী মিলে ওই ২ জনকে মারধর করে। খবর, সঞ্জয়কে বেঁধে মারধর করা হয়। সঞ্জয় গভন গ্রামের বাসিন্দা ছিলেন। জয়েশকেও সেভাবেই মারধর করা হয়, বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই জয়েশের মৃত্যু হয়েছে। তবে সঞ্জয় প্রথমে আহত অবস্থায় ছিলেন। পরে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাতে মারধরের পর সঞ্জয়কে রাজপিপলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় সঞ্জয়ের। মৃত্যুর আগে সঞ্জয় তিওড়ি বয়ান দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন পরিস্থিতির কথা।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে অসুস্থ অবস্থাতেও গোটা পরিস্থিতির কথা জানান সঞ্জয়। তিনি জানিয়েছেন, সঞ্জয় পেশায় ছিলেন খেত মজুর। তিনি রাতের দিকে নির্মাণস্থলে গিয়েছিলেন। সেখান থেকে কিছু ধাতুর টুকরো কুড়িয়ে নিতে গিয়েছিলেন। ওই ধাতুর টুকরো চুরি করে তিনি বিক্রি করতে চেয়েছিলেন। তিনি জানান, তাঁরা পাকড়াও হয়ে যান। আর পাকড়াও হতেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই জয়েশের মৃত্যু হয়। সঞ্জয়কে বেঁধে মারধর করা হয়। তিনি সেখানেই অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।