
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতীয় রেলের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো আজ থেকে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার সময়সীমা বদলে যাচ্ছে। এর আগে আগাম টিকিট কাটার সময়সীমা শুরু হত ১২০ দিন আগে থেকেই। অর্থাৎ, যাত্রার ১২০ দিন আগে সংরক্ষিত আসনের টিকিট কাটা যেত। তবে সেই সময়সীম কমিয়ে আনল রেল। এখন থেকে যাত্রার ৬০ দিন আগে পর্যন্ত টিকিট কাটা যাবে। এদিকে এই নয়া নিয়ম ১ নভেম্বর (২০২৪) থেকে কার্যকর হয়ে গেলেও, যে যাত্রীরা আগেই টিকিট কেটেছেন, এতে তাঁদের কোনও সমস্যা হবে না। (আরও পড়ুন: মাসের শুরু লম্বা সরকারি ছুটি দিয়ে, দিওয়ালির জন্য ১-২ নভেম্বর কোথায় বন্ধ ব্যাঙ্ক?)
উল্লেখ্য, আজ, ১ নভেম্বর থেকে ৬০ দিনের নিয়ম চালু হচ্ছে। অর্থাৎ, আজ ৩১ ডিসেম্বর পর্যন্ত তারিখের যাত্রার জন্যে আগাম টিকিট কাটা যাবে। কিন্তু যাঁরা ৩১ ডিসেম্বরের ট্রেনে চাপবেন, এমন অনেকেই ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছেন। কারণ এর আগের নিয়ম অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকেই ৩১ ডিসেম্বর পর্যন্ত তারিখের টিকিট কাটা যাচ্ছিল। ফলে যাঁরা ৩১ ডিসেম্বরের ট্রেনে যাবে ভেবে পরিকল্পনা সেরে রেখেছেন, তাঁদের টিকিট কাটার সময়সীমা শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর থেকেই। আর সেই সময়টা ছুটির মরশুম থাকায় অনেকেই আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। এখন তাঁদের তো কোনও সমস্যা হবে না।
তে যাঁদের ১ জানুয়ারির টিকিট কাটা আছে? বা যাঁরা ৩১ অক্টোবরে ২৮ ফেব্রুয়ারির টিকিট কেটেছেন, তাঁদের কী সমস্যায় পড়তে হবে? উল্লেখ্য, গতকাল পর্যন্ত যেহেতু ১২০ দিনের সময়সীমা পর্যন্ত আগাম টিকিট কাটা যাচ্ছিল, তাই অনেকেই ২৮ ফেব্রুয়ারির যাত্রার টিকিট আগের থেকেই কেটে রেখেছিলেন। এদিকে ১ জানুয়ারির টিকিট কাটা গিয়েছিল গত ৩ সেপ্টেম্বর থেকেই। তবে জানানো হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ১২০ দিন পরের আগাম টিকিট কেটে রেখেছেন, নতুন নিয়মে তাঁদের ওপর কোনও প্রভাব পড়বে না। এই আবহে যাঁদের যাঁদের ইতিমধ্যেই জানুয়ারি বা ফেব্রুয়ারির টিকিট কাটা আছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই।
এদিকে যদি ১২০ দিনের নিয়মই চালু থাকত, তাহলে ২০২৫ সালের ১ মার্চের ট্রেনের টিকিট কাটতে হত ২০২৪ সালের ১ নভেম্বর। কিন্তু ৬০ দিনের নয়া নিয়ম চালু হওয়ায় সেটা সম্ভব হবে না। তাঁরা টিকিট কাটতে পারবেন ৩১ ডিসেম্বর থেকে। অবশ্য, খাতায়কলমে ১ মার্চের টিকিট কাটা যাবে ২৮ ফেব্রুয়ারিও। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, ছুটির সময়গুলির জন্যে ট্রেনের টিকিট ছাড়তেই তা কেটে ফেলা হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports