সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রায় চার লাখ দুচাকার গাড়িকে ঘিরে ত্রুটি বেরিয়েছে বলে খবর। মূলত গাড়ির কয়েলের হাইটেনশন কর্ডের কিছু ত্রুটি ধরা পড়েছে। তার জেরেই এই গাড়িগুলির মালিকের সঙ্গে যোগাযোগ করে সেই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ বদলে দেওয়া হবে।
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকটার্সের ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে,. ২৬৩,৭৮৮টি অ্য়াকসেস ১২৫ স্কুটার, ৫২,৫৭৮টি অ্যাভেনিস ১২৫, ৭২,০৪৫টি বার্গম্যান স্ট্রিটকে তুলে নেওয়া হচ্ছে। এই ত্রুটিপূর্ণ মডেলগুলি ২০২২ সালের ৩০ এপ্রিল থেকে ২০২২ সালের ৩ ডিসেম্বরের মধ্য়ে তৈরি করা হয়েছিল। আপাতত সুজুকি সেই গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করছে।কাছের সার্ভিস সেন্টারে নিয়ে গেলে বিনা পয়সায় সেই স্কুটি ও বাইকের ওই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশকে বদলে দেওয়া হবে। প্রসঙ্গত এই তিনটি মডেলই বর্তমানে নতুন রঙে আসছে দেশে।
SIAM ওয়েবসাইটে উল্লেখ করা হাইটেনশন কর্ড ঠিকঠাক নেই। এর জেরে কিছু সমস্যা হতে পারে। মূল সমস্যাটা হল যেভাবে ড্রয়িংটা করা ছিল সেই অনুসারে এগুলি ফিট করা হয়নি। অনেকবার বাঁকা পথে নিয়ে যাওয়া হয়েছে।এর জেরে সমস্যা হতে পারে, ত্রুটি হতে পারে। এর জেরে বাইক ও স্কুটির স্পিডে সমস্য়া হতে পারে।
এদিকে অপর একটি ক্ষেত্রে V Storm DE এই মডেলের গাড়ির মধ্যে ৬৭টি ইউনিটের মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেই বাইকগুলির সামনের চাকাতে কিছু ত্রুটি রয়েছে বলে মনে করা হচ্ছে। তার জেরে সেই টায়ার বদলে দেওয়া হতে পারে। এই বাইকের পার্টসগুলি ভারতে জোড়া লাগানো হয়। এর অংশগুলি জাপান থেকে আনা হয়। তবে এর ত্রুটিপূর্ণ অংশগুলি বদলে দেওয়া হতে পারে প্রয়োজন অনুসারে। এই মডেলগুলি ৫ই মে ২০২৩ থেকে ২৩শে এপ্রিল থেকে ২০২৪ সালের মধ্যে তৈরি করা হয়েছিল।