এলন মাস্কের সংস্থা স্পেস এক্স স্টারলিঙ্ক স্যাটেলাইট থেকে পৃথিবীর কক্ষপথের এই দৃশ্য দেখা গিয়েছে। ২১ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে তাক লাগানো দৃশ্য।
২০২৪ এর প্রথম সূর্যগ্রহণের দৃশ্য তাক লাগালো বিশ্ববাসীকে। (Photo by Ron Jenkins / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)
সূর্যগ্রহণ ঘিরে আমেরিকার বুকে একের পর এক বিরল দৃশ্যের সাক্ষী থেকেছেন সেখানের সাধারণ মানুষ। বিশ্বের বহু জায়গা থেকেই ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা গিয়েছে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যায়নি। ভারতীয় সময় রাত ৯ টা ১২ মিনিটে ৮ এপ্রিল এই গ্রহণ হয়। বিশ্ববাসী যখন মাটিতে দাঁড়িয়ে এই বিরল দৃশ্যকে চাক্ষুস করছেন, তখন মহাকাশে কোন দৃশ্য দেখা গিয়েছে এই সূর্যগ্রহণ ঘিরে? এই প্রশ্ন যদি আপনার মনে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে প্রশ্নের জবাবও!
সদ্য এলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সূর্যগ্রহণের এক অভূতপূর্ব দৃশ্য। গ্রহণ ঘিরে পৃথিবীপৃষ্ঠের কোলাহল থেকে বহু দূরে, মহাকাশে, পৃথিবীর কক্ষপথের থেকে সূর্যগ্রহণের দৃশ্যের ভিডিয়ো তিনি তুলে ধরেছেন। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স স্টারলিঙ্ক স্যাটেলাইট থেকে পৃথিবীর কক্ষপথের এই দৃশ্য দেখা গিয়েছে। ২১ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চাঁদের ছায়ার অংশ। পৃথিবীর কোন কোন অংশে এই ছায়া পড়ছে, তাও পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট তুলে ধরেছে। প্রসঙ্গত, পৃথিবীকে প্রদক্ষিণকারী ৭,৫০০ স্যাটেলাইটের মধ্যে ৬০ শতাংশ স্যাটেলাইটের মালিকানাই রয়েছে এলন মাস্কের সংস্থার।