'দেড় বছর পর আমার ছেলে ঘরে ফিরল।' বহুকাল পর নিজের বাড়িতে ফিরতেই ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে বুকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভাসলেন মা। সোমবার সকালে নিজের লখনউয়ের বাড়িতে ফিরেছেন ভারতের গর্ব শুভাংশু। তার আগে ভোর থেকেই মহাকাশ-জয়ীকে বরণ করে নিতে দলমতনির্বিশেষে সাধারণ মানুষ জমায়েত হয়েছিলেন লখনউ শহরে। রাজকীয় ও বীরের সম্মানে তাঁকে স্বাগত জানিয়েছে তাঁর শহর।
ঐতিহাসিক মহাকাশ অভিযান শেষে সোমবার প্রথম লখনই বিমানবন্দরে পা রাখেন শুভাংশু শুক্লা। বিমানবন্দরেই তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ।তাঁর পরিবার এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক-সহ সরকারি কর্তাব্যক্তিরা শুভাংশু শুক্লাকে স্বাগত জানান। মাথায় ফুলের পাঁপড়ি ছড়িয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। বাইরে তখন বাজছিল ঢোল-নাগাড়া-সহ আরও বহু রকমের ব্যান্ড পার্টি।ইতিমধ্যে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, আপ্লুত জনতা শুভাংশু শুক্লাকে ঘিরে চিৎকার করছে, জয়ধ্বনি দিচ্ছে, স্লোগান তুলছে 'ভারতমাতা কি জয়।' এদিনই শহরের গোমতী নগরের মন্তেসরি স্কুলে একটি সংবর্ধনা নিতে যান তিনি। সেখানে পাঠক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। শুক্লাকে নিষ্ঠা ও উদ্দীপনার প্রতীক বলে ব্যাখ্যা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'আপনার সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। আজ উত্তরপ্রদেশ আপনার জন্য গর্বিত বোধ করছে।'
অন্যদিকে, গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে স্বাগত জানিয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পাঠক বলেন, 'আজ লখনউয়ের জন্য একটি বড় দিন। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর থেকেই লখনউয়ের মানুষ তাঁর আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আজ, অবশেষে সেই মুহূর্ত এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মহাকাশ প্রযুক্তিকে এক নতুন দিশায় পৌঁছেছে। রাজ্য সরকার তাঁর সম্মানে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করবে। উনি আগামদিনের যুবসমাজের আদর্শ।' শুভাংশু শুক্লাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরেও সারা রাস্তায় বিজেপি কর্মীদের দুধারে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাঁরা পুষ্পবৃষ্টি করেন গাড়িতে এবং উড়িয়ে দেওয়া হয় জাতীয় পতাকা। এমনকী প্রধানমন্ত্রী মোদী এবং ভারতমাতার জয়ধ্বনিও দেন কেউ কেউ।
এদিকে, ছেলে ঘরে ফিরতে চোখের জল আটকে রাখতে পারেননি শুভাংশু শুক্লার মা। তিনি বলেন, 'দেড় বছর পর আমার ছেলে ঘরে ফিরল। আমি আজ খুব খুশি। ওকে কাছে পেয়ে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। গোটা পরিবার তাই বিমানবন্দরে এসেছি।' শুক্লার বোন বলেন, 'আমিও খুব খুশি। আনন্দে বুক ফেটে যাচ্ছে। আমরা এই দিনটির জন্য এতকাল অপেক্ষা করেছিলাম। ওকে যে মানুষ কত ভালোবাসে, তা দেখা যাচ্ছে। ও আগামী প্রজন্মের বাচ্চাদের উদ্বুদ্ধ করবে।'আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পন করা প্রথম এবং মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম জ্বলজ্বল করছে শুভাংশু শুক্লার। ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি। সম্প্রতি নিজের দেশ ভারতে পা রেখেছেন।
শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা
গত ২৫ জুন ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু শুক্লারা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বলেছিলেন, 'এটা একটা অসাধারণ যাত্রা। আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে থাকে তিরঙ্গা আমাকে বলছে যে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি।' এরপর টানা ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর, গত ১৫ জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন শুভাংশু শুক্লারা। গত রবিবার শুভাংশু ফেরেন দেশে।দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকা হাতে উপস্থিত সাধারণ মানুষের ভিড় যেন মুহূর্তে উৎসবে পরিণত হয়েছিল সেই দিন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর পরিবার, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ইসরোর আধিকারিকরা।