মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে অবৈধভাবে মাদক ওষুধ বিলি, স্বাস্থ্যবিমা প্রতারণা এবং ওষুধের বিনিময়ে রোগীদের কাছে যৌন সুবিধা চাওয়ার অভিযোগ উঠেছে। ৫১ বছর বয়সি ওই চিকিৎসকের নাম ঋতেশ কালরা। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে পাঁচটি ফেডারাল মামলা দায়ের হয়েছে।এবং তাঁকে গৃহবন্দি করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি অফিসের তথ্য অনুযায়ী, নিউ জার্সির সেককস শহরের বাসিন্দা কালরা একজন অভ্যন্তরীণ চিকিৎসক (ইন্টারনিস্ট)। তিনি ‘ফেয়ার লন’ এলাকার একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে রোগীদের জন্য অপ্রয়োজনীয় ও বিপজ্জনক মাত্রায় শক্তিশালী ওষুধ, যেমন 'অক্সিকোডোন', প্রেসক্রাইব করতেন বলে অভিযোগ। মার্কিন তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ৩১ হাজারেরও বেশি ওষুধের প্রেসক্রিপশন দেন, কোনও বৈধ চিকিৎসা প্রয়োজনে নয় বরং আসক্ত রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে।মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, চিকিৎসার আড়ালে কালরা পরিচালনা করছিলেন একটি 'পিল মিল' অর্থাৎ এমন একটি অবৈধ ব্যবস্থা, যেখানে রোগীদের কাছ থেকে টাকা বা অন্য সুবিধা নিয়ে অবাধে প্রেসক্রিপশন মাদক সরবরাহ করা হত। প্রসিকিউটর আলিনা হাব্বা বলেন, 'চিকিৎসকরা মানুষের পাশে থাকার জন্য, সুস্থ করে তোলার জন্য কাজ করেন। কিন্তু কালরা তাঁর পদের অপব্যবহার করেছেন। রোগীদের উপর যৌন অত্যাচার চালিয়েছেন, এবং তাঁদের আসক্তিকে কাজে লাগিয়েছেন নিজের স্বার্থে।'
আরও পড়ুন-‘যৌন হেনস্তাকারী’ মার্কিন প্রেসিডেন্ট? ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক
তদন্তকারীরা জানিয়েছেন, একাধিক ‘ঘোস্ট অ্যাপয়েন্টমেন্ট’-এর জন্য তিনি বিল করেছেন অর্থাৎ রোগী আসেননি অথচ দেখানোর নামে বিল করেছেন। ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডেও জালিয়াতির প্রমাণ মিলেছে। এমনকি এক বন্দি রোগীর নামেও নিয়মিত ওষুধ লিখে চলেছেন কালরা, যাঁর সঙ্গে তাঁর কোনও সরাসরি যোগাযোগ হয়নি। প্রাক্তন কর্মচারী ও একাধিক মহিলা রোগী জানিয়েছেন, ঋতেশ কালরা একাধিকবার তাঁদের কাছে মৌখিক ও অন্য যৌন সম্পর্কের বিনিময়ে প্রেসক্রিপশন দেওয়ার প্রস্তাব দেন। এক মহিলার অভিযোগ, চিকিৎসা চলাকালীন সময়ে তাঁকে বারবার যৌন নিগ্রহ করা হয়েছে। এমনকি একাধিকবার যৌন সম্পর্কে বাধ্য করা হয়।এফবিআই-এর স্পেশাল এজেন্ট স্টেফানি রড্ডি বলেছেন, 'রোগীরা চিকিৎসকদের কাছে যান সুস্থতার আশায়। কিন্তু কালরা রোগীদের ব্যবহার করেছেন তাঁর নিজের যৌন সন্তুষ্টির জন্য।'
আরও পড়ুন-‘যৌন হেনস্তাকারী’ মার্কিন প্রেসিডেন্ট? ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক
সম্প্রতি মার্কিন আদালতে পেশ করা হয় চিকিৎসক কালরাকে। ম্যাজিস্ট্রেট জাজ আন্দ্রে এম এস্পিনোসার এজলাসে তাঁর জামিন মঞ্জুর হলেও তাঁকে গৃহবন্দি অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১ লক্ষ ডলারের 'আনসেচুরেড বন্ড'-এ জামিন পেয়েছেন তিনি। তাঁর চিকিৎসা-অনুশীলন ও ওষুধ প্রেসক্রিপশনের অধিকার স্থগিত করা হয়েছে। তাঁর ক্লিনিকও বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অবৈধ ওষুধ বিতরণের মামলায় ২০ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে ওই চিকিৎসকের। প্রতিটি স্বাস্থ্যবিমা প্রতারণার মামলায় ১০ বছর জেল এবং ২.৫ লক্ষ ডলার পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে।