
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মধ্যপ্রদেশে ঘুমন্ত ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করায় গয়নার দোকানের সহকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইন্দোরের ভানওয়ারকুয়ান এলাকায়।এই ঘটনায় অভিযুক্ত প্রমোদ পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ আনন্দ যাদব বলেন, শনিবার রাতে দোকানের বাইরে ডিউটিতে থাকাকালীন প্রমোদ পান্ডে ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় দোকানের কর্মী সঞ্জয় জগতাপ তাঁর ছবি তোলেন। এরপরে সেই ছবিটি দোকানের কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেন তিনি।
পরে ছবিটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন নিরাপত্তা রক্ষী প্রমোদ পান্ডে।এরপরেই সহকর্মী জগতাপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বাদানুবাদ চরমে পৌঁছলে প্রমোদ পান্ডে তাঁর কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে সহকর্মীকে সরাসরি গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সঞ্জয় জগতাপ। তাঁর হাত এবং শরীরের অন্যান্য অংশে চোট লেগেছে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় জগতাপকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসক জগতাপকে বিপদমুক্ত ঘোষণা করেছেন। যাদব বলেন, অভিযুক্তকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাধে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। ডিসিপি আনন্দ যাদব বলেন, ইতিমধ্যে অভিযুক্ত প্রমোদ পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, পাঞ্জাবের লুধিয়ানার মতি নগর এলাকার মালহোত্রা চকে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হন।এই ঘটনায় পুলিশ ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।শেরপুরের বাসিন্দা অমিত কুমারকে প্রথমে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে পিজিআইএমইআর চণ্ডীগড়ে স্থানান্তরিত করা হয়।বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত অনুসারে, ভুক্তভোগী দুই সহযোগী বিট্টু এবং প্রদীপের সঙ্গে একটি কারখানার কাছে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই একদল আততায়ী এসে তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। অভিযুক্তরা প্রথমে শূন্যে দুটি গুলি চালায় এবং পরে অমিতের দিকে বন্দুক তাক করে তার বুকে গুলি করে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports