বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মধ্যে সংঘাতে জল্পনা উড়িয়ে দিয়ে সংঘের বর্ষীয়ান নেতা রাম মাধব বলেছেন যে দুটি সংগঠন একই ভাবাদর্শের অংশ। সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বিজেপির প্রাক্তন জাতীয় মহাসচিব বলেছেন, ‘এই জল্পনা মাঝেমধ্যেই ছড়িয়ে দেওয়া য়ে থাকে। যদি কেউ কোনও ইস্যু না পান, তাহলে আরএসএসকে টেনে নিয়ে এসে বলা হয় যে আরএসএস এবং বিজেপির মধ্যে সংঘাত রয়েছে। আরএসএস এবং বিজেপি একটি ভাবাদর্শের ধারার সঙ্গে যুক্ত দুটি সংগঠন।’
'বিজেপি ও আরএসএসের মধ্যে কোনও সমস্যা নেই'
তিনি স্পষ্ট করে দেন যে বিজেপি রাজনীতির মাঠে সক্রিয়, অন্যদিকে সংঘ রাজনীতির বাইরে থেকে সমাজসেবার মাধ্যমে কাজ করে। তিনি বলেন, দুই সংগঠনের মধ্যে কোনও টানাপোড়েন নেই।
স্বাধীনতা দিবসে মোদীর ভাষণ নিয়ে রাম মাধব
রাম মাধব এমন এক সময় সেই কথা বলেছেন, যথন ২০২৫ সালের স্বাধীনতা দিবসের ভাষণে আরএসএসের প্রশংসা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছে কংগ্রেস। বিরোধীদের দাবি, লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে আরএসএসের উল্লেখ করে সংবিধানের অবমাননা করা হয়েছে।
কংগ্রেসকে পালটা রাম মাধবের
জবাবে রাম মাধব বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ স্বয়ংসেবকদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং সংঘের ১০০ বছরের সেবাকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, ‘কিছু মানুষ রাজনৈতিক কারণে আরএসএসের বিরোধিতা করছেন। কংগ্রেসের কিছু নেতা দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছেন। কিন্তু সকলেই জানেন যে আরএসএস রাজনীতি থেকে দূরে থাকে এবং সমাজ ও ধর্মের জন্য কাজ করে, ভালো নাগরিক তৈরি করে। তৃণমূল পর্যায়ে সংগঠনে কাজ করার সুযোগ পান সব শ্রেণির মানুষ।’
রাম মাধব আরও বলেন, কেউ-কেউ মনে করেন যে আরএসএসের বিরোধিতা করলে তাঁরা রাজনৈতিক সুবিধা পাবেন। এর আগে আরএসএসের প্রবীণ নেতা অরুণ কুমারও বলেছিলেন যে বিজেপি এবং সংঘ পারস্পরিক বিশ্বাসের সঙ্গে কাজ করে এবং উভয়ই তাদের স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যায়।