জনসংযোগ বাড়াতে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করছে কংগ্রেস। এই যাত্রায় ভিন্ন রূপে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনও মোটরবাইকে চড়ে, আবার কখনও সাইকেলে চড়ে এই কর্মসূচি এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। মা সনিয়া গান্ধীর জন্মদিন উপলক্ষে কয়েক দিন ধরে ভারত জড়ো যাত্রা কার্যক্রম বন্ধ রাখার পর এবার নতুন উদ্যমে দেখা গেল রাহুল গান্ধীকে। রাজস্থানে গরুর গাড়িতে চড়ে জনসংযোগ বাড়ালেন রাহুল গান্ধী। গরুর গাড়িতে করে তিনি কোটখুর্দ গ্রাম থেকে কোটা-লালসোট মহাসড়কের দেইখেদা গ্রাম পর্যন্ত যান।
ভারত জোড়ো যাত্রার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এনিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে রাহুলকে তাঁর সমর্থকদের সঙ্গে গরুর গাড়িতে চড়তে দেখা গিয়েছে। ভিডিয়োর সঙ্গে হিন্দিতে একটি ক্যাপশন লেখা রয়েছে, ‘সাওয়ারি আপনি দেশি হ্যায়, আন্দাজ আপনা নিরালা হ্যায়।’ তাতে আরও দেখা যায় বিশাল ভিড়ের মধ্যে দিয়েই গরুর গাড়িতে চড়ে এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রায় যখন যে এলাকার মধ্যে দিয়ে রাহুল গান্ধী গিয়েছেন সেই এলাকার সাংস্কৃতির সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে তাঁকে। রবিবার রাজস্থানে গরুর গাড়িতে যাত্রার পাশাপাশি স্থানীয় কৃষকদের সঙ্গেও কথা বলেন রাহুল। সম্প্রতি রাজস্থানের ওপর দিয়ে যাত্রার সময় আরও একটি ভিডিয়ো শেয়ার করেছিল কংগ্রেস। তাতে বিজেপি অফিসের পাশ দিয়ে যেতে দেখা যায় রাহুলকে। আর বিজেপির কর্মীরা ছাদে দাঁড়িয়ে তা দেখেন। উল্লেখ্য, আগামী ২১ সে ডিসেম্বর পদযাত্রাটি হরিয়ানায় প্রবেশ করবে। বিগত ১৭ দিনেরও বেশি সময় ধরে রাজস্থানে প্রায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে কংগ্রেস।