রবিবার দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী তাণ্ডবে আহত হয়েছেন ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ-সহ বহু পড়ুয়া ও শিক্ষক। ঘটনায় আহত ১৮ জনকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এর ট্রমা কেয়ার ইউনিটে। এদিন এইমসের ট্রমা কেয়ার ইউনিটে পৌঁছোলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
এদিন টুইট করে জেএনইউয়ের পড়ুয়াদের উপর হামলার তীব্র নিন্দা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। টুইট বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, 'এইমসের ট্রমা কেয়ার সেন্টারে পড়ুয়ারা জানিয়েছে গুণ্ডারা ক্যাম্পাসে ঢুকে পড়ে লাঠি এবং অনান্য হাতিয়ার নিয়ে তাদের উপর হামলা চালায়। অনেকের হাড় ভেঙেছে বা কেউ মাথায় চোট পেয়েছে। একজন শিক্ষার্থী জানিয়েছে একজন পুলিশ আধিকারিক তাঁকে বেশ কয়েকবার মাথায় লাথি মেরেছে।
অপর একটি টুইটে প্রিয়াঙ্কা লেখেন, 'এই সরকারের বিরুদ্ধে একটা বিরক্তিকর বিষয় হল এরা নিজের ছেলেমেয়েদের উপরই এই ধরণের হিংসাত্মক হামলা চালাতে উত্সাহ জোগায়'।
প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আচমকাই জেএনইউ চত্বরে ঢুকে পড়েন জনা পঞ্চাশেক দুষ্কৃতী। তাঁদের প্রায় প্রত্যেকের মুখেই মুখোশ ছিল। হাতে বড় বড় লাঠি এবং পাথর নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চালায় তারা। গোটা ঘটনায় এসএফআই অভিযোগের আঙুল তুলেছে এবিভিপির দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি জারি করেছে এবিভিপি। গোটা ঘটনার পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশ কমিশানারের কাছে দ্রুত রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক।