প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বাণিজ্য অংশীদারের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছেন। আর এই তালিকার ওপরের দিকেই রয়েছে সে দেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কানাডা।কানাডার উপর পাল্টা শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা আগে ছিল ২৫ শতাংশ। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আর ট্রাম্পের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
আরও পড়ুন-ট্রাম্পের 'মৃত অর্থনীতি'র সমর্থন রাহুলের, তবে ভিন্নমত কংগ্রেসের সতীর্থদেরই
হোয়াইট হাউস জানিয়েছে, 'আমরা আগেও এটা উল্লেখ করেছি। 'অবৈধ মাদক সঙ্কট' দূর করার ক্ষেত্রে কানাডা তেমন কোন উদ্যোগ নেয়নি এবং এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার পর 'মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে কানাডা। মূলত এসব কারণেই কানাডার পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।' এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, '(কানাডা) মারিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদকের অবাধ পাচার ঠেকানোর ক্ষেত্রে (যুক্তরাষ্ট্রকে) সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে।' অন্যদিকে ট্রাম্প বলেন, 'এইমাত্র কানাডা ঘোষণা করেছে, তারা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। যার ফলে তাদের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে যাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে।'
আরও পড়ুন-ট্রাম্পের 'মৃত অর্থনীতি'র সমর্থন রাহুলের, তবে ভিন্নমত কংগ্রেসের সতীর্থদেরই
এদিকে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরেই কানাডার প্রধানমন্ত্রী বলেন, তিনি 'হতাশ'।এক বিবৃতিতে কার্নি বলেন, তার সরকার বিনিয়োগ ও নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার মাধ্যমে কানাডাকে আরও শক্তিশালী করার দিকে নজর দেবে। কার্নি বলেন, 'কানাডিয়ানরা আমাদের সবচেয়ে ভালো ক্রেতা হবেন। অন্য যে কোন বিদেশি সরকারের চেয়ে আমরা আমাদের নিজেদেরকে আরও বেশি দিতে পারি। আমরা কানাডার কর্মীদের মাধ্যমে দেশের সম্পদ ব্যবহার করে উন্নয়নের পথে এগিয়ে যাব, যা কানাডার সব নাগরিকের উপকারে আসবে।' অন্যান্য কয়েকটি দেশে নতুন শুল্কের হার আরও এক সপ্তাহ পর প্রযোজ্য হলেও, কানাডার ক্ষেত্রে এটি শুক্রবার থেকেই চালু হচ্ছে। হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটে বিষয়টি উল্লেখ করা হয়েছে।মেক্সিকোর পর কানাডাই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। মার্কিন পণ্যের সবচেয়ে বড় ক্রেতাও কানাডা।গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯. ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে কানাডা। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪১২.৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সার্ভে ব্যুরো এই তথ্য জানিয়েছে।