হাতে মাইক্রোফোন, ভাঙা ভাঙা হিন্দিতে উড়ানের ঘোষণা করছেন পাইলট। তামিলনাড়ুর বাসিন্দা ওই পাইলট যিনি হিন্দিতে সাবলীল না হওয়া সত্ত্বেও হিন্দি বলার চেষ্টা করে গেলেন।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্ট থেকে নিজের এই ভিডিওটি পোস্ট করেন ইন্ডিগো বিমান সংস্থার বিমানচালক প্রদীপ কৃষ্ণন। আর তাঁর এই প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের মধ্যে।
আরও পড়ুন-'আমাকে ধর্ষণ করতে চেয়েছিল!' রূপান্তরিত মহিলাকে অশালীন মেসেজ কংগ্রেস MLA-র
পাটনাগামী একটি উড়ান পরিচালনা করার সময়, পাইলট কৃষ্ণন হিন্দিতে ঘোষণাটি শেষ করে যাত্রীদেরও মন জয় করে নেন। কৃষ্ণনের সেই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় ভাঙা ভাঙা হিন্দিতেই প্রদীপকে বলতে শোনা যাচ্ছে, 'সবাইকে নমস্কার। আমার হিন্দি খুব সুন্দর, সবাই অ্যাডজাস্ট করে নেবেন। আমরা আজ পাটনায় যাব। ৩৫ হাজার ফুট উচ্চতায় বিমান উড়বে। যাত্রাপথে টার্বুলেন্স সামান্য হবে। 'দাগা দাগা দাগা করেগা।' যদি আপনি সিট বেল্ট না লাগান, তাহলে এটা বাধা হয়ে দাঁড়াবে।' এই ভিডিওটিতে প্রচুর মন্তব্য জমা হয়েছে। বেশির ভাগই মজার এবং প্রশংসার। একজন লিখেছেন, 'খুবই সুন্দর। প্রকৃত হিন্দি বলা সহজ নয়।' আর একজন পাইলটের ভাঙা ভাঙা হিন্দি বলার চেষ্টাকে ‘মিষ্টি’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে আবার যাত্রীদের প্রতিক্রিয়া কেমন ছিল তা দেখতে চেয়েছেন। বিমানচালককে একজন বলেছেন, ‘ক্যাপ্টেন - আপনার হিন্দি অনেক সুন্দর। গুরুত্বপূর্ণ হল যাত্রীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া, যা আপনি কথা ও কাজে করেছেন। আমি নিশ্চিত সবাই আপনার বার্তা মনোযোগ দিয়ে শুনেছেন!'
আরও পড়ুন-'আমাকে ধর্ষণ করতে চেয়েছিল!' রূপান্তরিত মহিলাকে অশালীন মেসেজ কংগ্রেস MLA-র
প্রদীপ কৃষ্ণন নিজেও একজন কনটেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে নানা রকমের ভিডিও পোস্ট করে থাকেন। গত বছরও চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটের ক্যাপ্টেন প্রদীপ কৃষ্ণনের একটি ভিডিও ভাইরাল হয়। ইন-ফ্লাইট ঘোষণা করছিলেন তিনি। ইংরেজিতেই বলছিলেন। আচমকাই এক যাত্রী তাঁর কাছে আবদার করে বসেন, ‘হিন্দিতে বলুন।'তারপর আর কী! প্রদীপ হিন্দি বলেন। বলা ভাল চেষ্টা করলেন। হিন্দি তিনি জানেন। তবে সড়গড় নন। যাত্রীর আবদার রাখতে ভাঙা ভাঙা হিন্দিতেই ইন ফ্লাইট ঘোষণা করেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই সেই ভিডিও পোস্ট করেছিলেন প্রদীপ।