বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই লোকসভায় পেশ হয়ে গেল গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল। বুধবার লোকসভায় বিরোধীদের বিক্ষোভের মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫ পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন-সম্পর্কের বরফ গলছে! সীমান্ত সংঘাত মেটাতে 'একমত' ভারত ও চিন
বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের হাতে এই অপসারণের ক্ষমতা দেওয়া হবে। এদিন শাহের বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু করে কংগ্রেস-সহ গোটা বিরোধী শিবির। ওয়েলে নেমে প্রতিবাদে শুরু করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এমনকী ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর কাছে চলে যান। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুন-সম্পর্কের বরফ গলছে! সীমান্ত সংঘাত মেটাতে 'একমত' ভারত ও চিন
অন্যদিকে, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয় এবং অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর অঞ্চলটি কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হয়। সেই সময় থেকে স্থানীয় মানুষ ও রাজনৈতিক দলগুলি বারবার দাবি জানিয়েছেন রাজ্যের স্বতন্ত্র মর্যাদা এবং পূর্ণাঙ্গ রাজ্যত্ব ফিরিয়ে দেওয়ার জন্য। অনেকের মতে, এবার হয়তো সেই দাবি বাস্তবে পরিণত হতে চলেছে জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫-র মাধ্যমে।এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, সংসদের চলতি অধিবেশনে কাশ্মীরবাসীর জন্য কিছু ইতিবাচক ঘটতে পারে। তাঁর বক্তব্য, 'আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। যদি সরকার সত্যিই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এটি গণতন্ত্রের জন্য এবং কাশ্মীরের জনগণের জন্য এক বড় ইতিবাচক পদক্ষেপ হবে।'