সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে প্রবলভাবে। বিরোধীরা পহেলগাঁও হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা ইস্যুকে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিয়ে অধিবেশনে হাজির হয়েছে। যার জেরে উত্তাল হয় লোকসভা।আর সভা শুরুতেই হট্টগোল বাধায় দিনের বেলা ১২টা পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের শুরুতেই সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন এবং সরকারের অগ্রাধিকার ও কার্যসূচির রূপরেখা পেশ করেন। এটি পহেলগাঁও হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম সংসদ অধিবেশন। এমনকি অল-পার্টি বৈঠকের আগাম সুরেই বোঝা গেছে, বিরোধীরা ট্রাম্পের মন্তব্য, পহেলগাঁও হামলার নিরাপত্তাজনিত গাফিলতি এবং বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি জবাব দাবি করবে। আর অধিবেশন শুরু হতেই তা আরও স্পষ্ট হয়েছে।আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর স্পিকার ওম বিড়লা লোকসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দেন। কিন্তু ইন্ডিয়া জোটের সদস্যরা স্লোগান এবং পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরেই ওম বিড়লা জোর দিয়ে বলেন যে প্রশ্নোত্তর পর্বের পরে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। কিন্তু তারপরেও বিক্ষোভ অব্যাহত থাকে।এরমধ্যে স্পিকার বলেন, 'সরকার প্রতিটি বিষয়ে জবাব দিতে চায়। সংসদের কাজ করা উচিত। আপনারা এখানে স্লোগান দিতে আসেননি। সংসদ নিয়ম-কানুন মেনে চলে।' এরপরেও হট্টগোল চলতে থাকায় দুপুর পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।
আরও পড়ুন-'শশী আমাদের সঙ্গে নেই! 'সিনিয়র নেতার বক্তব্যে প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ দিনের অধিবেশনে মোট ১৭টি বিল পেশ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মনিপুর জিএসটি বিল, কর আইনের সংশোধনী বিল, জন বিশ্বাস সংশোধনী বিল, ভূ-ঐতিহ্য সাইট সংরক্ষণ বিল এবং জাতীয় অ্যান্টি-ডোপিং সংশোধনী বিল। অন্যদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা পুনর্বহালের দাবি জানিয়ে নতুন বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। যদিও সরকারের তরফে তাতে সাড়া পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর।রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী বলেন, 'পহেলগাঁও হামলার কারণ অভ্যন্তরীণ নিরাপত্তার ত্রুটি। এই বিষয়ে ও অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি পরবর্তী বিদেশ নীতি নিয়েও আলোচনা করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে।'কিন্তু অপারেশন সিঁদুরের সময়ে যেভাবে কেন্দ্রের পাশে ছিল বিরোধীরা, সেই বিষয়টিকেই তুলে ধরে অধিবেশনের আগে ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-'শশী আমাদের সঙ্গে নেই! 'সিনিয়র নেতার বক্তব্যে প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব
উল্লেখ্য, এই বাদল অধিবেশন চলবে ২১ আগস্ট পর্যন্ত। মোট ৩২ দিনে ২১টি বৈঠক অনুষ্ঠিত হবে। দেশে-বিদেশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই অধিবেশন ভারতীয় গণতন্ত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে চলেছে।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু মো কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। নিহত হন ২৬ জন। প্রতিশোধ নিতে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে সামরিক অভিযান চালায় ভারতীয় সেনা। সেই অভিযান 'অপারেশন সিঁদুর' নামে খ্যাত।