দিনের ব্যস্ত সময়ে প্যারিসের রেলওয়ে ট্র্যাকে বোমা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।যার জেরে প্যারিসে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। জানা গিয়েছে, প্যারিসের অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন গ্যাড়ে ডু নর-এ ট্র্যাকে পাওয়া গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময়কার একটি বোমা। ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানি ট্রান্সপোর্ট এক্সপ্রেস রিজিওনাল জানিয়েছে, বোমা মেলায় আপাতত ব্যাহত পরিষেবা।
আরও পড়ুন -Harvard Scientist on God: ভগবান আছেন? প্রমাণ করতে পারে অঙ্কের ফর্মুলা, দাবি বিজ্ঞানীর
এক্স হ্যান্ডেলে টিইআর-এর তরফে পোস্ট করা হয়েছে, ‘রেলওয়ে ট্র্যাকের কাছেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা মিলেছে।’ সূত্রের খবর, বোমার বিষয়টি নজরে আসায় বন্ধ লোকাল মেট্রো চলাচল। একই সঙ্গে ব্যাহত হয়েছে আন্তর্দেশীয় ও আন্তর্জাতিক ট্রেন চলাচল। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সকালে গ্যাড়ে ডু নর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, এমন তিনটি ট্রেন বাতিল করা হয়েছে।শুক্রবার স্টেশন খোলার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় উপচে পড়ে। তড়িঘড়ি বোমাটিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার জন্য স্টেশনে সকল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিল। কখন ফের পরিষেবা চালু হবে বা আর কোনও ট্রেন বাতিল হবে কী না তা পরে জানানো হবে বলে জানিয়েছে টিইআর।
আরও পড়ুন -Harvard Scientist on God: ভগবান আছেন? প্রমাণ করতে পারে অঙ্কের ফর্মুলা, দাবি বিজ্ঞানীর