জৈশ-এর সদর দফতর গুড়িয়ে দিল ভারতীয় সেনা। ভারতের তিন বাহিনীর যৌথ অভিযান। লস্করের সদর দফতর একেবারে গুড়িয়ে দিল ভারত। মুরিদকেতে লস্করের হেড কোয়ার্টারে হামলা চালানো হয়। একের পর এক হামলা। অপারেশন সিঁদুর। একেবারে দিশেহারা অবস্থা পাকিস্তানের। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো ভারত। একেবারে দারুন অপারেশন। অতর্কিতে আক্রমণ।
কী লিখলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং?
রাজনাথ সিং লিখেছেন, ‘ভারত মাতা কী জয়।’
কার্যত গোটা দেশ তাকিয়ে ছিল এই প্রত্যাঘাতের দিকে। পহেলগাঁওতে জঙ্গি হামলা চালানো হয়েছিল। তারপর থেকেই ভারত একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছিল। আর এবার একেবারে প্রত্যাঘাত। গুড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি।
প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন ভারত মাতা কী জয়। আর তার জবাবে আবেগের বন্যা তাঁর সেই পেজে। সম্মিলিত ভারত পাশে দাঁড়িয়েছে। একজন লিখেছেন, এটাই ফলাফল। আমাদের ফ্যালকনের তরফে একটা উপহার। অপরজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের ছবি পোস্ট করেছেন। অপর একজন নেট নাগরিক লিখেছেন, ন্যায় বিচার মিলল।
অ্যাডিশনাল ডাইরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশন( আইএইচকিউ মিনিস্ট্রি অফ ডিফেন্স( আর্মি)র তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘ন্যায় বিচার দেওয়া হল। জয় হিন্দ।’ আর তার নীচে লেখা অপারেশন সিন্দুর।
মাঝরাতে হামলা চালাল। একেবারে নিঁখুত অপারেশন। পহেলগাঁও একের পর এক পর্যটককে প্রশ্ন করেছিল জঙ্গিরা। কে কে মুসলমান। কে কে হিন্দু। আর তারপর বেছে বেছে হিন্দুদের গুলি। আর এবার তার বদলা নিল ভারত। অপারেশন সিঁদুর।
সূত্রের খবর, সেনার তিন বাহিনীর সঙ্গে কথা বলেছেন রাজনাথ। রাফাল দিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত।