একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে একেবারে বেছে বেছে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারত। সন্ত্রাসের বিরুদ্ধে ফের প্রত্যাঘাত ভারতের। ফের ভারত দেখিয়ে দিল জঙ্গিদের বিরুদ্ধে কতটা ঐক্যবদ্ধ ভারত।
(আরও পড়ুন: অপারেশন সিঁদুরে পাকিস্তানের কোন কোন জায়গায় হামলা ভারতের? এখনও যা জানা গেল...)
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন,'আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। অপারেশন সিঁদুর হল পহেলগাঁওতে আমাদের নিরীহ ভাইদের নৃশংসভাবে হত্যা করার জবাব। মোদী সরকার ভারত ও সেখানকার মানুষদের উপর কোনও আঘাত হলে তার জবাব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারত একেবারে শেকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ।' লিখেছেন অমিত শাহ।
একদিকে পহেলগাঁও হামলার বদলার কথা। আর অন্যদিকে ভারত যে জঙ্গিবাদের বিরুদ্ধে কতটা সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে সেটা আরও একবার জানিয়ে দিলেন অমিত শাহ।
অপারেশন সিঁদুর নিয়ে কী লিখলেন আসাদুদ্দিন ওয়াইসি?
ভারতের এই অপারেশন সিঁদুর নিয়ে এক্স হ্যান্ডেলে কী লিখেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়াইসি। সশস্ত্র বাহিনীর 'সার্জিক্যাল স্ট্রাইকে'কে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেছেন ওয়াইসি।
(আরও পড়ুন: অপারেশন সিঁদুর কী? কেন এই নাম? কী জানিয়েছে সেনা)
তিনি বলেন, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আমাদের প্রতিরক্ষা বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইককে আমি স্বাগত জানাই। পাকিস্তানি ডিপ স্টেটকে অবশ্যই একটি কঠিন শিক্ষা দেওয়া উচিত যাতে আরেকটি পহেলগাঁও আর কখনও না ঘটে। পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে। জয় হিন্দ!', তিনি বলেছিলেন।
একেবারে যোগ্য জবাব দিল ভারত। গোটা দেশ দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীর পাশে। বিরোধী দলের নেতারাও একের পর এক পোস্ট করে ভারতের সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। গোটা দেশ ঐক্যবদ্ধ। অমিত শাহ লিখছেন জঙ্গিবাদকে একেবারে শেকড় সমেত উপড়ে ফেলতে হবে।
এবার দেশজুড়ে শুরু হয়েছে উল্লাস। ভারতীয় সেনার বিক্রম দেখে গর্বিত গোটা দেশ। পরাক্রম দেখাল ভারতীয় সেনা। বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।
সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে, সমস্ত বিভেদ ভুলে ভারত আজ ঐক্যবদ্ধ। জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত যে শক্তি দেখিয়েছে তা যেন এক লহমান এক সূত্রে গেঁথে দিয়েছে গোটা দেশকে।
ভারতের এই বীরত্বকে স্বাগত জানাচ্ছে গোটা বিশ্ব। জঙ্গি বাদের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। একেবারে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। সাহসী ভারত। ঐক্যবদ্ধ ভারত। জঙ্গিবাদের বিরুদ্ধে এককাট্টা ভারত।