গ্রেটার নয়ডায় শ্বশুরবাড়িতে বধূ নির্যাতন ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত বিপিন ভাটি গুলিবিদ্ধ হলেন পুলিশ এনকাউন্টারে। পুলিশ জানিয়েছে, হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় বিপিনকে পায়ে গুলি করা হয়। পণের দাবিতে স্ত্রী নিকিকে খুন করার অভিযোগ বিপিনের বিরুদ্ধে। নিকির বোন কাঞ্চন পুলিশে অভিযোগ দায়ের করেন। নিকির বাবা দাবি করেছিলেন, নিকির শ্বশুরবাড়ির লোকজনদের যেন এনকাউন্টার করা হয়। সেই দাবির কয়েক ঘণ্টা যেতে না যেতেই এই এনকাউন্টার। গ্রেটার নয়ডার এডিসিপি সুধীর কুমার জানান যে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বিপিন হেফাজতে রয়েছে, এবং পলাতক আত্মীয়দের সন্ধানের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। (আরও পড়ুন: জীবন্ত জ্বলছেন নিকি! পণের দাবিতে খুনের ঘটনায় বিভীষিকাময় ভিডিয়ো ভাইরাল)