মীরাট-কারনাল হাইওয়ের ভুনি টোলপ্লাজায় সেনাকর্মীর সঙ্গে মারধরের ঘটনাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) গুরুত্বের সঙ্গে নিয়েছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ির নির্দেশে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঠিকাদার সংস্থা মেসার্স ধর্ম সিংকে ২০ লাখ টাকা জরিমানা করেছে। এই ফার্মকে ভবিষ্যতের সমস্ত কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা করেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এক্সে সেই পোস্ট করা হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ অগস্ট জাতীয় সড়ক ৭০৯এ মীরাট-কারনাল হাইওয়ের ভুনি টোলপ্লাজায় মোতায়েন টোলকর্মীরা সেনা জওয়ানের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, সেই ঘটনায় কড়া পদক্ষেপ করা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ টোল সংগ্রহকারী এজেন্সি মেসার্স ধর্ম সিংকে ২০ লাখ টাকা জরিমানা করেছে। ওই ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভুনি টোলপ্লাজার ঘটনা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। এনএইচএআইয়ের স্থানীয় আধিকারিক এবং আঞ্চলিক আধিকারিককে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও এনএইচএআই আধিকারিকরা এই বিষয়ে কোনও তথ্য দিতে অস্বীকার করেছেন।
মীরাট-কারনাল হাইওয়ের ভুনি টোলপ্লাজায় রবিবার গোটকা গ্রামের বাসিন্দা সেনা জওয়ানকে খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানো হয়েছিল। বাঁচাতে আসা তাঁর খুড়তুতো ভাইকে টোলকর্মীরা মারধর করে। এর প্রতিবাদে গ্রামবাসীরা টোলপ্লাজায় ব্যাপক ভাঙচুর করেন। শাসক দলের সঙ্গে যুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ক সংগীত সোমও গ্রামবাসীদের সঙ্গে টোলে পৌঁছে টোলের সমস্ত কর্মীর গ্রেফতারের দাবি তোলেন।
উত্তরপ্রদেশের সরুরপুরের গোটকা গ্রামের বাসিন্দা কপিলের পোস্টিং এই মুহূর্তে শ্রীনগরে। কানওয়ার যাত্রার জন্য ছুটিতে গ্রামে এসেছিলেন। রবিবার শ্রীনগরের জন্য দিল্লি থেকে ফ্লাইট ধরার জন্য ভুনি টোলপ্লাজায় পৌঁছালে গাড়িটিকে টোল থেকে বের করার জন্য টোলকর্মীদের তাঁর আইডি কার্ড দেখান। এরপরেও টোলকর্মীরা টোল বুম খোলার পরিবর্তে তাঁর আইডি কার্ড এবং মোবাইল কেড়ে নেয়। কপিল প্রতিবাদ করলে টোলকর্মীরা কপিলের সঙ্গে মারধর শুরু করে। বাঁচাতে আসা তাঁর খুড়তুতো ভাই শিবমকেও মারধর করা হয়।