
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নতুন স্মার্ট সিলিন্ডার প্রকাশ করল ইন্ডিয়ান অয়েল। এই সিলিন্ডারের মাধ্যমে কতটা গ্যাস খরচ হল, কতটা বাকি, সব সহজেই দেখতে পাওয়া যাবে।
এই ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার ত্রিস্তরীয়। এটির একেবারে ভিতরের স্তর হাই ডেনসিটি ব্লো-মোল্ডেড পলিথিলিন (HDPE) দিয়ে তৈরি। মাঝের স্তর পলিমারে মোড়া ফাইবার গ্লাস। আর একেবারে বাইরের স্তরেও HDPE ।
সাধারণ গ্যাস সিলিন্ডারের সঙ্গে এর পার্থক্য কী?
১. ওজন তুলনায় অনেক কম। সহজেই সরানো সম্য়। ডেলিভারি করা ব্যক্তিদেরও কম কষ্ট হবে।
২. সিলিন্ডারের গা-টা স্বচ্ছ। ফলে আলো দিয়ে দেখলেই ভিতরে কতটা গ্যাস রয়েছে বোঝা যাবে।
৩. ইস্পাতের সিলিন্ডারের মতো জং ধরবে না। কম ক্ষয়শীলও।
৪. দেখতে বেশ সুন্দর। আধুনিক রান্নাঘরের কথা মাথায় রেখে বানানো।
প্রাথমিকভাবে নয়াদিল্লি, গুরগাঁও, হায়দরাবাদ, ফরিদাবাদ এবং লুধিয়ানায় মিলবে এই স্মার্ট সিলিন্ডার। মিলবে ৫ ও ১০ কেজি-র আকারে।
১০ কেজির ভেরিয়েন্টটি শুধুমাত্র গৃহস্থালীর ভর্তুকিহীন সিলিন্ডার হিসাবে মিলবে। অন্যদিকে ৫ কেজির ভেরিয়েন্টটি গৃহস্থালীর ভর্তুকিহীনের পাশাপাশি দোকানেও বিক্রি হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports