জাপান ও চিন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।শুধু তাই নয়, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চিনা প্রেসিডেন্ট। মঙ্গলবার এই বৈঠকে কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা অংশীদারিত্ব আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।
এর আগে সোমবার চিনে এসসিও সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে দাঁড়িয়ে সন্ত্রাসবাদে মদত নিয়ে কঠোর বার্তা দেন।তিনি বলেন, ‘কোনও কোনও দেশ যে ভাবে খোলাখুলি সন্ত্রাসবাদকে সমর্থন করছে, তা কি আমরা মেনে নিতে পারি? প্রশ্ন ওঠে।’ সন্ত্রাসবাদকে মানবতার চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। পহেলগাঁও হামলা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘পহেলাগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা তো শুধু ভারতের আত্মায় আঘাত নয়, বরং তা সেই সমস্ত দেশের প্রতি খোলামেলা চ্যালেঞ্জ, যারা মানবতায় বিশ্বাস রাখে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দ্বিচারিতা বরদাস্ত করা হবে না।’ প্রধানমন্ত্রীর এই ভাষণের সময় সম্মেলনে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শরিফও। এরপরেই জিনপিংয়ের সঙ্গে পাক সেনা প্রধানের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, অপারেশন সিঁদুর অভিযানের জেরে ভারতের কাছে নতজানু হয় পাকিস্তান।তারপরেও পাক নাগরিকদের কাছে সত্য গোপন করতে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পদোন্নতি করা হয়। তাঁকে ‘ফিল্ড মার্শাল’ হিসাবে নিয়োগ করেন শরিফ, যা ইসলামাবাদের বাহিনীর সর্বোচ্চ পদ।
আরও পড়ুন-ওষুধের উপর ২০০% শুল্ক! ট্রাম্পের সমালোচনায় সরব 'ট্যারিফ' শিকার আমেরিকানরা
সূত্রের খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ উপলক্ষে চিনে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের তরফ থেকে যোগ দেবেন আসিম মুনির।পাক সেনাপ্রধান হিসেবে এটি তাঁর দ্বিতীয় চিন সফর। ফিল্ড মার্শাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর জুলাই মাসে চিনে গিয়েছিলেন মুনির। সেই সময় তিনি পূর্বসূরী জেনারেল কামার জাভেদ বাজওয়ার মতো চিনা উপ-রাষ্ট্রপতি হান ঝেং-এর সঙ্গে দেখা করেন। কিন্তু শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দেখা হয়নি।এর আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির।হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় মুনিরের জন্য।যা উপর তীক্ষ্ণ নজর ছিল ভারত ও চিনের।
আরও পড়ুন-ওষুধের উপর ২০০% শুল্ক! ট্রাম্পের সমালোচনায় সরব 'ট্যারিফ' শিকার আমেরিকানরা
তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ছাড়াও একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছেন চিনা প্রেসিডেন্ট। মঙ্গলবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির-সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে শেহবাজ শরিফ চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, সিপিইসি-’র পরবর্তী ধাপে ইসলামাবাদ বেজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি আরও জানান, পাকিস্তান চিনা প্রেসিডেন্টের বৈশ্বিক শাসন, উন্নয়ন, নিরাপত্তা ও সৌরশক্তি–সংক্রান্ত উদ্যোগগুলিকে প্রতি পূর্ণ সমর্থন জানায়।সন্ত্রাসবিরোধী লড়াই সম্পর্কে চিনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ইসলামাবাদ চিনা নাগরিক ও প্রকল্পের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেবে।