ভারতের 'ওয়ান্টেড' অপরাধীকে জামাই আদর নওয়াজ শরিফের, ইসলামাবাদকে ধুয়ে দিল MEA
পাকিস্তান আছে পাকিস্তানেই। সীমান্তপার সন্ত্রাসে মদত দেওয়ার পাশাপাশি ভারতের ওয়ান্টেড অপরাধীদের সেখানে জামাই আদর দেওয়া হয়। আর সম্প্রতি তো বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েকের সঙ্গে লাহোরে বৈঠক করেন পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর এই আবহে ইসলামাবাদকে কড়া ভাষায় তোপ দাগল ভারতের বিদেশ মন্ত্রক। (আরও পড়ুন: 'ওরা মদে আসক্ত', হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য AAP বিধায়কের, উঠল বিক্ষোভের ঝড়)
২১ মার্চ সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'বিশ্ব পরিষ্কারভাবে জানে যে আসল এখানে ইস্যু হল সীমান্ত সন্ত্রাসে পাকিস্তান সক্রিয় ভাবে পৃষ্ঠপোষকতা করে। পাকিস্তানের এহেন কর্মকাণ্ডই এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা।' এদিকে মরিয়ম এবং নওয়াজ শরিফের সঙ্গে জাকির নায়েকের বৈঠক প্রসঙ্গে রণধীর বলেন, 'পাকিস্তানে জাকির নায়েকের এই প্রথম সংবর্ধনা দেওয়া হচ্ছে না। এতে পাকিস্তানের মানসিকতার প্রতিফলন ঘটে এবং সেটা যে আমাদর জন্যে কী, তাও স্পষ্ট... যে ব্যক্তি ভারতে ওয়ান্টেড, তাকে সেখানে সমর্থন দেওয়া হচ্ছে।'