তেলেঙ্গানার মেদিপল্লিতে অবস্থিত হায়দরাবাদ মেট্রোপলিটন অঞ্চলের একটি বাড়িতে ভয়াবহ কাণ্ড ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেখানে এক ২৭ বছরের যুবকের বিরুদ্ধে তাঁর ২১ বঠর বয়সী স্ত্রীকে হত্যা করার অভিযোগ রয়েছে। শুধু খুনই নয়। অভিযোগ গলায় ফাঁস দিয়ে খুনের পর স্ত্রীর দেহখণ্ড নদীতে ফেলতে গিয়েছিল ওই যুবক।
নিহত স্বাতী ওরফে জ্যোতি, হায়দরাবাদের মেদিপল্লির বোদুপ্পালে স্বামী মহেন্দ্র রেড্ডির সাথে থাকতেন। মহেন্দ্র পেশায় গাড়ির চালক। শনিবার বিকেল ৪.৩০ টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে পিটিআই জানিয়েছে। পারিবারিক বিরোধের কারণে ঘন ঘন ঝগড়ার পর অভিযুক্ত ব্যক্তি তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। এরপর হেক্সা ব্লেড ব্যবহার করে দেহ টুকরো টুকরো করে প্রমাণ গোপন করার চেষ্টা করে সে, রয়েছে এমনও অভিযোগ। জানা গিয়েছে খুনের পর অভিযুক্ত স্বামী প্রথাপসিঙ্গারামের মুসি নদীতে দেহের বেশ কিছু অংশ, যেমন মাথা, হাত ফেলে দেয়। তবে দেহের মূল অংশ সে ফেলতে পারেনি, এমন তথ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বাড়িতে দেহের কিছু অংশ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং নদীতে অন্যান্য অংশের জন্য তল্লাশি চলছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে অভিযুক্ত শনিবার রাতে এক আত্মীয়ের কাছে স্বীকারোক্তি করে এই খুনের বিষয়ে। সেই আত্মীয়ই পুলিশকে খবর দিয়েছেন।